পাতা:আত্মজীবনী ও স্মৃতি-তর্পন - জলধর সেন.pdf/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ves আত্মজীবনী ও স্মৃতি-তৰ্পণ ভাষা ও ইংরাজি লিখন পদ্ধতি শিখাবার দিকেই। তার আদর্শ ছিল, Addision আয় Johnson । সুতরাং তঁর ছাত্রেরা সেকালের ইংরাজি বেশ শিখাত, পরীক্ষার পাশ করার শিক্ষা মোটেই পেত না । এই কারণেই তার আগের পাঁচ বছর একটি ছাত্রও পাশ করতে পারে নি। আমরা যখন প্রথম শ্রেণীতে উঠলাম, সেই সময়ে স্কুলের একটা পরিবর্তন হ’ল। প্রধান শিক্ষক কৃষ্ণধন মজুমদার মশায় অবসর গ্রহণ করলেন, আর দ্বিতীয় শিক্ষক প্রসন্নকুমার সান্যাল মশায় কমিটি পরীক্ষা পাশ করে ফরিদপুরে ওকালতি করতে গেলেন। নিম্ন শ্রেণীর শিক্ষকেরাও অনেকে অবসর গ্রহণ করলেন। তখন প্রধান শিক্ষক নিযুক্ত হয়ে এলেন নীললোহিত মুখোপাধ্যায়, আর দ্বিতীয় শিক্ষক নিযুক্ত হলেন শ্রীনাথ চক্রবর্ত্তী। এরা ৩৪ মাস শিক্ষকতা করেই চলে গেলেন। নীললোহিতবাবু মুনসেফি নিলেন, শ্রীনাথবাবু কুষ্টিয়া স্কুলের হেড মাষ্টার হলেন । তঁদের পরিবর্তে হেড মাষ্টার হয়ে এলেন অভয়াচরণ চট্টোপাধ্যায় ও দ্বিতীয় শিক্ষক হয়ে এলেন উপেন্দ্রনাথ ব্রহ্ম। অভয়াবাবুর বাড়ী কলকাতার কাছে পানিহাটিতে। তিনি আজন্ম পশ্চিমে ছিলেন ও লক্ষ্মৌ, ক্যানিং কলেজ থেকে বি-এ পাশ করেন। তঁর পিতার মৃত্যু হওয়ায় তিনি দেশে চলে আসেন ও সেই সময় আমাদের স্কুলের হেড মাষ্টারী পদ খালী হওয়ায় তিন বছরের এগ্রিমেণ্টে ১০০ টাকা বেতনে নিযুক্ত হ’ন। অভয়াবাবুর ইংরাজি খুব দুরন্ত ছিল। তিনি যখন ইংরাজী, হিন্দি ও উর্দুতে কথা বলতেন, তখন কেউই র্তাকে বাঙ্গালী বলে মনে করতে পারতেন না। আমাদেরই সৌভাগ্যক্রমে পরীক্ষার ৪৷৫ মাস আগে এমন হেড মাষ্টার ও সেকেণ্ড মাষ্টার পেয়েছিলাম। DBDD DBDS Dg D DB DBB D tOBBDBBDS DDDS DDB BB t BBBD শিখাতে পারতেন না। তঁদেরই শিক্ষার গুণে পাঁচ বছর পরে কুমারখালি স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় ছাত্র পাশ হ’ল। আমরা চার জন ছাত্র সেবার পরীক্ষা দিয়েছিলাম, তার মধ্যে ষে দু’জন পাশ করি সেই দু’জনই এখনও বেঁচে আছি। একজন শ্রীযুক্ত রাধাবল্লভ দে, পাবনার সব জজ অফিসে সেরেস্তাদারি করে অল্পদিন হ’ল অবসর নিয়েছেন। আর দ্বিতীয় জন আমি। রাধাবল্লভ iuB DDBS DBBB DDD DDBB DDD DD DBuBDBD BBD BDDDDS BBBB S BBBB D DD BBuBD DDDD SS D D হ’লে দ্বিতীয় বিভাগে পাশ করেও, প্রথম বিভাগে উত্তীর্ণ কৃষ্ণনগর এ. ভি. স্কুলের ছাত্র স্বনামপ্রসিদ্ধ দ্বিজেন্দ্রলাল রায়ের (ডি. এল. রায়ের) সঙ্গে ব্রাকেটে ১৭১