পাতা:আত্মজীবনী ও স্মৃতি-তর্পন - জলধর সেন.pdf/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●沙 स्त्रांट्रौबर्नी ७ ख्रि-ख्रश्नै অশ্বিনীকুমারের নির্দিষ্ট দিনে গোয়ালন্দ্রে সভার ব্যবস্থা আমি অনায়াসেই করতে পারি। কিন্তু তার মত বড়-মানুষের ছেলেকে আমার ক্ষুদ্র কুটীয়ে একদিনের জন্যও আতিথ্য গ্রহণ করবার অনুরোধ করতে আমার সঙ্কোচ বোধ হ’ল। তখন পঞ্চাননকে বাইরের ঘরে বসিয়ে রেখে, আমি বাড়ীর ভিতর বড়দাদার কাছে গেলাম। তাকে সব কথা বলতে তিনি বল্পেন-তাই তো-কি করা যায়! আমাদের এই ছোট চালা-বর-খড়ের চাল-দরিমার বেড়া । এ কুঁড়ে ঘরে তঁর মত মহামান্য অতিথিকে ডেকে আনি কি করে ? বড়বৌদিদি বল্পেন-“তাতে কি হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ যে বিদুরের ক্ষুদ খেয়েছিলেন। ঠাকুরপো, তঁাকে আসতে লিখে দাও। আমরা প্রাণপণে তঁর অভ্যর্থনা করব। কি বলিস সেজো৷ ” এই বলে তিনি তঁর পশ্চাতে দণ্ডায়মান আমার স্ত্রীর গায়ে ঠেলা দিলেন। বড়দাদার সম্মুখে তো তিনি আব্ব কথা বলতে পারেন না-ঘাড় নেড়ে বৌদিদির প্রস্তাবে সম্মতি দান করলেন । আমি উৎফুল্লচিত্তে বাইবে এসে পঞ্চাননকে বললাম-“দেখ পঞ্চানন, অশ্বিনীবাবু হয় ত মনে করেছেন-আমি গোয়ালন্দের অতি গণ্যমান্য পদস্থ ব্যক্তি। তুমি ভঁর সে DBDD DBu LLLL S SkDDB BBDS Dt DS BB DDB BBD DDDLLLS আমার ঘর সত্যসত্যই কুটীব । তিনি এই শুনে যদি আমার বাড়ীতে পদধূলি দেন-আমি ধন্য হয়ে যাব। তুমি তাকে চিঠি লেখ-আমিও কাল তঁকে চিঠি লিখব। পঞ্চানন অশ্বিনীবাবুকে কি লিখেছিল জানি নৌ-খুব সম্ভব আমি যা’ বলেছিলাম। তাই লিখেছিল। আমিও ঐভাবেই বরিশালে অশ্বিনীবাবুকে পত্র লিখেছিলাম। তার উত্তরে তিনি আমাকে যা লিখেছিলেন-সে কথাগুলো ঠিক ঠিক বলতে পারব না।--তবে এটুকু বেশ মনে আছে যে, গোয়ালন্দে যদি ঢাকার মাননীয় নবাব বাহাদুরের রাজপ্রাসাদ থাকত আর সেখান থেকে তঁর নিমন্ত্রণ আসত, তা’ হলেও তিনি সে নিমন্ত্রণ অস্বীকার করে আমার ক্ষুদ্র কুটীরে VITATSR į তার পাঁচ ছয় দিন পরে এক বুধবারে অশ্বিনীবাবুর পত্র পেলাম। তিনি পরবর্তী শনিবার প্রাতঃকালে গোয়ালন্দ ষ্টেশনে উপস্থিত হবেন, আমি যেন সেইদিন অপরাহে সভা করবার ব্যবস্থা করি এবং তঁকে আমার বাড়ীতে নিয়ে আসি । DiDD DuDDDL BBDB BBSDBDB DiDBBDB BDDBDB BeEB