পাতা:আত্মজীবনী ও স্মৃতি-তর্পন - জলধর সেন.pdf/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আত্মজীবনী ও স্মৃতি-তৰ্পণ s প্রথম আশ্রয়দাতা মহানুভব অগ্রজপ্রতিম যোগেন্দ্রচন্দ্র বসু মহাশয়ের স্মৃতিতৰ্পণ করে পরম পরিতৃপ্তি লাভ করলাম। l GSo li জ্যৈষ্ঠ মাসের স্মৃতি-তৰ্পণে বলেছি। কলিকাতায় সংবাদপত্র-ক্ষেত্রে আমার দ্বিতীয় আশ্রয়দাতা পরলোকগত বন্ধুবর উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয় । আজ তারই স্মৃতি-তৰ্পণ করব। “বঙ্গবাসী”র কার্য ত্যাগের দুইদিন পরেই, উপেন্দ্রবাবু আমাকে আশ্রয় দান করেন । এতদিন স্মৃতি-তৰ্পণ লিখছি, কিন্তু সময়ের কথা মোটেই বলতে পারি নি, কারণ সাল তারিখ বার কিছুই আমার মনে নেই, সুধু ঘটনাগুলিই মনে আছে, আর কয়েক দিন পরে তাও মনে থাকবে না । এবার তাই মনে করেছিলাম। এই স্মৃতি-তৰ্পণে একটু সময়-নির্দেশের চেষ্টা করব । সেই জন্য ‘বসুমতী’র বর্তমান স্বত্বাধিকারী বন্ধুবর উপেন্দ্রবাবুৱ সুযোগ্য পুত্র আমার পরম স্নেহভাজন শ্রীমান সতীশচন্দ্র মুখোপাধ্যায় বাবাজীকে কয়েকটি ঘটনার সময় নির্দেশ করে দিবার জন্য অনুরোধ করি। তিনি সানন্দে সে অনুরোধ রক্ষা করেছেন। কিন্তু অনেকগুলি ঘটনার সময় নির্দেশ করতে গিয়ে তিনি “সম্ভবতঃ” বলেছেন। কাযেই পারিপাশ্বিক ঘটনার সঙ্গে মিলিয়ে দুই চাবিটি ব্যাপারেন। সম্ভবপর সময় নির্দেশ করতে হয়েছে। এই অনুসন্ধানের ফলে জানতে পারলাম যে, আমি ১৩০৪ সালের শেষে অথবা ১৩০৫ সালের শেষে অথবা ১৩০৫ সালের প্রথমে 'বসুমতী’ আফিসে প্রবেশ করি। এই সময় নির্দেশে আমার প্রধান সহায় হয়েছেন 'প্লেগের’ প্রথম আগমন । ১৩০৪ সালে ‘প্লেগ” মহাশয় জাহাজ থেকে বোম্বাই সহরে প্রথম নামেন । গবর্ণমেণ্ট প্লেগ দমনের জন্য সেখানে বিপুস আয়োজন করেন। সেই আয়োজনের ভয়ে বোম্বাই অঞ্চলের লোক কোথায় পলায়ন করবে। তাই ভেবে অস্থির হয়ে পড়েছিল। অনেকে সহর ছেড়ে চ'লে গিয়েছিল। প্লেগ মহাশয় যখন বোম্বাইয়ে আগমন করেছেন, তখন রেলমাশুল না দিয়েই অতি সত্বরেই যে বাংলা দেশে র্তাৱ আবির্ভাব হবে-এই ভেবে কলিকাতা সহঁরবাসী নরনারী আতঙ্কিত হয়ে kuuD S BBD BBB DB BgOBDD DDDu BDDB DBDDDDDB BBBD হয়ে প্রবেশ করি ।