পাতা:আত্মজীবনী ও স্মৃতি-তর্পন - জলধর সেন.pdf/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

፩ ዓቅ আত্মজীবনী ও স্মৃতি-তৰ্পণ পড়বার মত ছিল। বলবার কি অপূর্ব ভঙ্গী, ভাষার কি ওজস্বিনী শক্তি, শব্দ-চয়নের কি অপূর্ব প্রতিভা তখন যোগেন্দ্রবাবুর লেখায় দেখতে পাওয়া যেত। তঁর যে রকম শরীরের অবস্থা ছিল তাতে তিনি নিজে কলম ধরে লিখতে পারতেন না। প্রায়ই সন্ধ্যার পর তিনি তাকিয়া হেলান দিয়ে কিমুতেন, আর হারাণবাবু প্রমুখ লেখকগণ কলম হাতে করে সম্মুখে বসে থাকতেন। যোগেনবাবু বিমুতে কিমুতেই বলতেন, হারানবাবুও কম, ভ্যাস অর্থাৎ তিনি খেই হারান নি, যতটুকু বলে শেষ করেছিলেন তা তার বেশ মনে থাকতো ; এবং তার পর যে কমা এবং ড্যাশ দিতে হবে তাও তিনি ভুলে যেতেন না । এমনি করে “বঙ্গবাসী’র প্রবন্ধ লেখা হোতো এবং সেই ওজস্বিনী ভাষায় লিখিত প্রবন্ধ পাঠ করে শত শত বঙ্গবাসী তার ধর্মীভবন প্রতিষ্ঠার জন্য আগ্রহ প্রকাশ করতেন, সাহায্যও প্রেরণ করতেন । যোগেন্দ্রবাবুৱ লেখার আর একটী গুণ ছিল। তিনি একই সময়ে দুইজন লেখককে দুইটী সম্পূর্ণ স্বতন্ত্র বিষয় বলে যেতে পারতেন। আমি নিজে দেখেছি যে, তিনি একজনকে খানিকটা বলে লিখিয়ে-বিমুতে আরম্ভ করলেন, তার পর আর একজনকে বললেন, আপনি লিখুন। এ এক অস্তুত ক্ষমতা। BDBDD DD BBDBD DDBD BBB DDBD DDDD S BBD DBB DBD প্রবন্ধ লিখবার উপযুক্ত ব্যক্তিই ছিলেন-হারাণবাবু। তিনি কমা, ড্যাশ, সেমিকোলন সব ঠিক ঠিক চালিয়ে যেতে পারতেন এবং যোগেন্দ্রবাবুর মুখের দিকে চেয়ে নীরবে অপেক্ষা করতেও ' পারতেন। থাক সে কথা। এখন আপিসের কথা বলি । “বঙ্গবাসী’র পাতা উলটিয়েই প্রায় সাত আট দিন কেটে গেলা-কেউ কিছু DBLYDLD D DDS DBDDg DD Du DBBB DB BOS BBBDD বলুন-সাত আট দিন এই ভাবে বসে থেকে স্বাস্থ সবল মানুষের কি অবস্থা হয়। আরও বিপদ হ’লে এই যে আপিসের সকলেই আমার উপর মুরুবিয়ানা করেন এবং আমাকে নিতান্তই রূপাপাত্র বলে মনে করেন। অবশ্য যোগেন্দ্রবাবু সম্বন্ধে এ কথা বলতে পারি। নে । তিনি প্রতিদিনই আপিসে বা তার বাড়ীতে আমাকে যথেষ্ট উৎসাহ দিতেন এবং কোনদিনই মুরুবিগিরি করেছেন বলে ख्यानां शcन *८g । । আমার বেশ মনে আছে আমার চাকরি আরম্ভের দশবারো দিন পরে