পাতা:সাহিত্য পরিষৎ পত্রিকা (দশম ভাগ).pdf/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जन ७७s० ] রাজপুতানায় গৌড়ীয়-বৈষ্ণব-সম্প্রদায়। “ じ。 কোটা, কনকরোলী, ভরতপুর প্রভৃতি স্থানেও রক্ষিত হইয়াছে। আমরা আর একবার কেশবদেবের উল্লেখ করিব । ইহার বর্ণনা বৰ্ণিয়ার, ট্যাবাৰ্ণিয়ার প্রভৃতি পরিব্রাজকগণ প্ৰশংসার সহিত করিয়া গিয়াছেন। বুন্দোলজাতীয় বীরসিংহদেব কর্তৃক তেত্রিশ লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির নিৰ্ম্মিত হইয়াছিল । নাসিরি। আলমগিরি নামক পুস্তকের রচয়িতা এই মন্দিরের ধবংসে কিরূপ আনন্দ প্ৰকাশ করিয়াছিলেন, তাহা শ্রোতব্য । “অল্পদিনের মধ্যেই অনেকগুলি রাজমিস্ত্রীর সাহায্যে এই ভ্ৰান্তির স্থান সম্পূর্ণরূপে ভাঙ্গিয়া ফেলা হইল। ঈশ্বরকে ধন্যবাদ যে এই সুকঠিন কাৰ্য্য অতি সুন্দরীরূপে বৰ্ত্তমান বাদশাহের অতিসুলক্ষণযুক্ত রাজত্বকালে সুচারুরূপে সম্পাদিত হইল। এ রাজত্বে পৌত্তলিকতা এবং অপধৰ্ম্মের অনেকগুলি পঙ্কিলগৰ্ত্ত সম্পূর্ণরূপে বিধ্বস্ত করা হয়। ইসলাম ধৰ্ম্মের ক্ষমতা এবং সত্যশাস্ত্রের সাফল্য দৃষ্ট গৰ্ব্বিত রাজগণ তাহাদিগের বিশ্বাস সকলকে কণ্ঠমধ্যে অত্যন্ত জ্বালাযুক্তভাবে অনুভব করিতে লাগিল এবং প্রাচীরে অঙ্কিত প্ৰতিকৃতির নায় নীরব হইয়া থাকিল। বহুমূল্য রত্ন রাজিতে ভূষিত ক্ষুদ্র ও বৃহৎ সমস্ত মূৰ্ত্তি কাফেয়দিগের মন্দির হইতে আগরায় নীত হইল ; সেখানে সেগুলা নবাব কুদসিয়া বেগমের মসজিদের সিঁড়ির ধাপের নীচে পুতিয়া ফেলা হইল, যাহাতে লোকে উহাদিগকে মাড়াইয়া চিরদিন চলা ফেরা করিতে পায়। এই ঘটনার পর হইতেই মথুরার নাম ইসলামাবাদ রাখা छहेछ ।” আরঞ্জোব কর্তৃক বৈষ্ণব নিৰ্য্যাতনের সময়ে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের বৈষ্ণবগণ আপনার আপনার ঠাকুর লইয়া রাজপুতানার রাজগণের নিকট আশ্রয় গ্ৰহণ করেন, একথা পুৰ্ব্বে ৰল। হইয়াছে। কিন্তু গৌড়ীয়-বৈষ্ণু ব-সম্প্রদায়ের গোস্বামিগণ একমাত্র জয়পুররাজেরই শরণাপন্ন হন । আমরা সৰ্ব্ব প্ৰথমে গোবিন্দদেবের বিষয় বৰ্ণনা করিব । ১৬৬৯ খৃষ্টাব্দে আরঞ্জেব। মন্দির ভগ্ন করিতে আরম্ভ করেন ; তাহার পূর্ব বৎসরেই অম্বররাজ প্রথম জয়সিংহের মৃত্যু হয় এবং তঁহার পুত্র রামসিংহ সিংহাসনারোহণ করেন ; অতএব গোবিন্দজীকে বৃন্দাবন হইতে আনয়নকারী এই রামসিংহই হইবেন । প্ৰথমে গোবিন্দজীর মূৰ্ত্তি কাম্যবনে কয়েক বৎসর রক্ষা করা হয়। অনুমান ১৬৯১ খৃষ্টাব্দে ঐ মূৰ্ত্তি অম্বরনগর হইতে পাঁচ ক্রোশ দূৱ বৰ্ত্তী বড় গোবিন্দপুর নামক গ্রামে স্থাপিত করা হয় । কারণ গোবিন্দ পুরার কর্জের হিসাবের প্ৰাচীন খাতাতে উহার অপেক্ষা পুরাতন তারিখ নাই । কয়েক বৎসর সেখানে রাখা তইলে অম্বরানগরের তোরণদ্বারের নি কটেই ঘাটী নামক স্থানে এক বৃহৎ মন্দির প্রস্তুত BDBBD DBDBDBBBD SDDDBD DBDB DBDBD DBBBSS SDtDDD gDS DBBD SD0DS gYS KBD দ্বিতীয় জয়সিংহ রাজত্ব করেন এবং তিনি জয়পুৰ নগর নিৰ্ম্মিাণ করিয়া আপনার প্রাসাদের সমুখে রাজমন্দির নামক মন্দির প্রস্তুত করান। সেই মন্দিরে গোবিন্দদেবকে স্থাপিত করা হয়, অদ্যাপি তিনি সেইখানেই বিরাজমান। গোবিন্দজীর ঘাটীতে আগমন এবং তৎপরে রাজমন্দিরে অবস্থানের ঠিক সময় নিশ্চয় করিতে পারা যায় নাই ; তবে উভয়