পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ASG সাৰ্বজনীন তোমাদের কাছে মনের জোর খুঁজতে এসেছি বললাম-কিন্তু মিথ্যে বলৰ কেন, তোমাদের জন্য মন কেমন করেছে। কিন্তু তোমাদের জন্য নিজেকে শোধরাবার মত মনের জোর পাই নি, স্রোতে ভেসে গিয়েছি। সবচেয়ে বেশী কাবু হতাম। কিসে জানো ?-হতাশায়। হতাম ! কাণে কথাটা বাজে সুরমার। আর কি হতাশায় সে কাবু छ्न न ? কুঁজে থেকে সে আরেকটু জল গড়িয়ে খেয়ে আসে।

সে কেমন হতাশা তুমি বুঝবে না। নিজেকে শুধরে নেব ভাবি কিন্তু জানি সেটা অল্পে হবে না, দুদিনে সহজে সম্ভব করা যাবে না। যা ভেঙ্গেছি আবার তা গড়তে হলে অনেকদিন ধরে অনেক কষ্টে গড়তে হবে। এ কথাটা ভাবলেই মাথা ঘুরে যেত, নিজেকে বড় অসহায় মনে হত। ভাবতাম, আমার পক্ষে আর তা সম্ভব নয়, ওসব মিথ্যা স্বপ্ন cशाश्व आब्र ब्लाङ 6नश्ले ।

সমীর একটু চুপ করে থেকে বলে, কারা আমায় এই হতাশা জয় করতে শিখিয়েছে জানো ?-উদ্বাস্তুরা ।

উদ্বাস্তুরা ?

সমীর সায় দিয়ে বলে, উদ্বাস্তুরা । ওরা আমায় শিখিয়েছে কখনো কোন অবস্থাতে মানুষের হতাশ হতে নেই-সব সময়েই আশা নিয়ে থাকতে হয়। অনেকদিন পথে পথে ঘুরেছি। তো। সারাদিন পয়সা উপায়ের ফন্দি ফিকির নিয়ে ঘুরি, রাত্রে ষ্টেশনে ওদের মধ্যে তয়ে থাকি । ওদের দেখি আর অবাক হয়ে যাই। যথাসৰ্বস্ব গেছে, ছেলেমেয়ে নিয়ে কি করবে। কোথায় যাবে কিছুই ঠিক নেই, কারো হয়তো একবেলা খেলে আরেক বেলা খাওয়া কোথা থেকে জুটবে জানা নেই-কিত কী মনের জোর । হাল ছেড়ে ভেসে যাবে না কিছুতেই, একদিন