পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাৰ্বজনীন &B মানুষ দুঃখটা আয়ত্ত করে, নিজেকে সামলে রাখে, সব সময় আনন্দ চায়। GBBDSLBD DBO BBDBDBD BD DDBD BDYDiDBD DDBL BDDBDB নিতে পারে নি। এ অবস্থায় হাসি আনন্দ যেটুকু আছে সেটুকু বজায় রাখাই কি সহজ কথা, সাধারণ ব্যাপার । পঙ্কজের মুখে হাসি ফোটে । হঠাৎ তাকে আশ্চৰ্য্য রকম খুলী মনে হয় । পরমেশ্বর বলে, আমি হাসাই, পাঁচজনে হাসে। আগে ভাবতাম, DOu DBDB DBDBBS BDBBDB DBBD DB DBDBDDS BDB DDDD DDD এড়িয়ে চলি, আমার নয়। হাসানো ছাড়া কোন কাজ নেই-কিন্তু পাচজনে ওরা হাসে কি করে ? পঙ্কজ আনন্দে উচ্ছসিত হয়ে বলে, এইবার আপনাতে আমাতে অমিল ঘুচে গেল ! আমিও বন্তিতে কলোনিতে মানুষগুলিকে দেখে অবাক হয়ে থাকি ।

  • অবাক হবারই কথা । সামাজিক ভাবে ধরলে মানুষের কী মনের জোরের পরিচয়টাই যে পাওয়া যায় । সমীরকে কেউ শোধরাতে পারে নি, উদ্বাস্তুদের বঁাচার জন্য লড়াই করতে দেখে ওর জীবনের মোড় ঘুরে গেল ।

পঙ্কজ অভিভূত হয়ে থাকে। পরমেশ্বর বলে, আমি তোমাদের রবিবারের সভায় আসছি। আৱ একটা কথা-আমায় মেম্বার করে নিতে হবে। আমি কিছু কিছু কাজ করব । সর্বদা যে মুখে থাকত হালকা আনন্দের ছাপ, ক্ৰমে ক্ৰমে সে মুখে নেমে আসে এক অদ্ভুত দৃঢ়ত ।