পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२७१ সাৰ্বজনীন সব চেয়ে বেশী চোখে পড়ে সেলায়ের বড় মেসিনটা । তারা আসবার সময় পদ্মা বোধ হয় সেলাই করছিল, কয়েক রকম ছিট এলোমেলো হয়ে পড়ে আছে ।

অ্যাতো জামা সেলাই করছ ভাই ? এগুলো তো পরের জামা ?

পরের জামা সেলাই না করলে পয়সা জোটে ? পয়সা না দিলে (3*fai Q3 a সমীর বলে, তোর টেষ্ট অনেক বদলে গেছে পদ্মা । পদ্মা বলে, বদলায় নি। আগে অন্যের চাপানো টেষ্ট্রের তলে আমার আসল টেষ্ট চাপা পড়ে থাকত। সব ছিল এলোমেলো, একখানা শাড়ী পছন্দ করতে কি যন্ত্রনাই হত। খালি ঘাটছিই, কোনটাই পছন্দ হয় না, খুতখুতানি যায় না। હીરોને ? এখন নিজের পছন্দ দিয়ে বিচার করি।-কোনটা ভাল লাগছে। ভাবতে হয় না । সুরমা হোসে বলে, মনের মানুষটাকে পছন্দ করতে পারলে এরকম হয়। মন ঠিক করা সহজে হয় নি নিশ্চয় ? এদিকে আবার অঞ্জনবাৰু ছিলেন । সমীর বলে, আমিও অবাক হয়ে গেছি। নিজে থেকে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারা তোর পক্ষে আশ্চৰ্য্য ব্যাপার । পদ্মা নীরবে একটু হাসে। ধীরে ধীরে জিজ্ঞাসা করে, তুমি রাগটাগ করনি তো ? : রাগ করলে বাড়ীতে আসতাম ? কিন্তু আমার মনে একটা খটকা আছে। কান্তিলালের কথাটা বুঝতে পারি, ওর সঙ্গে নয় কনল। ওর