পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-RRG সাৰ্বজনীন সাধন জিজ্ঞাসা করে, সমীর এবার কেন এসেছে রে ? ও কি জানে না বাবা বাড়ীতে পুজো বন্ধ করেছেন, আমি বেকার বসে আছি, भांछ छक्ष थisभी दश श्cभtछ ? সুরমা কড়া সুরে বলে, তোমাদের ঘাড় ভাঙতে আসে নি । মাথার কঠিন অসুখ হয়েছিল, পাগল হয়ে যেতে বসেছিল, তোমরা পাত্ত দিয়েছিলে ? একলাটি রোগে ভুগেছে, নিজেই নিজের চিকিৎসা করেছে! ক’বছর ধরে এতবড় একটা ভয়ানক অসুখ গেল, সেরে উঠবার সময় কদ্দিন আমার কাছে একটু থাকতে এসেছে। একটু থেমে বলে, শরীরে মনে মানুষটা একটু বল পেলেই আমরা BD DDD S S JBB DDDLDD L0 KDBDDS মুখ লাল হয়ে যায়। সাধনের । সাধন বলে, দিনে দুতিনটের বেশী সিগারেট খাই না জানিস ? সিগারেটের বদলে বিডি ধরেছি ? জানি বৈকি। আমরা বিড়ি সিগারেটের গন্ধের তফাৎ বুঝি না ? বিড়ি আর দু'তিনটে সিগারেটের পয়সা পর্যন্ত বাবার কাছে হাত c°CV5 6508 f'CV5 2 | সুরমা মানমুখে চুপ করে থাকে। সাধন বলে, জাম-কাপড় চাইতে হয় না। বাড়ীতে লুঙ্গি পড়ি, বাইরে বেরোবার জাম-কাপড় আস্ত আর ফস আছে কিনা মা নজর রাখে। চাকরীর খোজে বাইরে বেরোই কি না। আগে বাবা বেরোতে দেখলেই জিজ্ঞাসা করতেন, টাকা নিয়েছ ? বাইরে বেরোলে দু’এক টাকা সঙ্গে রেখো। এবার পূজোর দু’তিন মাস আগে থেকে বেরোচ্ছি। দেখেও কিছু বলেন না। হাত পেতে চাইলে দ্যান। কিন্তু চার আনা চাইলে কখনো পাচ আনা দ্যান না। SG