পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সার্বজনীন R o 3. তার সমস্ত অপরাধ যেন সকলে ক্ষমা করে। সম্ভব হলে শেষবারের মত ছেলেমেয়ে দু'টিকে সে একবার দেখতে চায়। এই পরিণতিই ঘটে সমীরদের চিরকাল-পাপের এই বঁধাধরা পুরস্কার। সে জাত বজাত নয়, বেপোয়োর ঔদাসীন্যের সঙ্গে যারা পাপের পথে হিসেব করে হাটতে সুরু করে একদিন মোটর হাকায়ওদের ধাতু দিয়ে সে গড়া নয়। পাপ তার পেশা নয়, নেশা । স্বাভাবিক সুস্থ জীবন আয়ত্তে থাকলেও অসুস্থ জীবনের অস্বাভাবিক তীব্র উন্মাদনা বিষাক্ত মায়াত্মক নেশার মতই তার মত মানুষকে অল্পদিনে ফৰিংস করে ছাড়ে । খবর শুনেই সুভাগিনী হাউ হাউ করে কেঁদে ওঠে। সুরমার হাত পাথর থর করে কঁপিছিল, কিন্তু মুখের ভাব তার কঠিন। সে বলে, আৰু, থামো না মা ! ব্যাপারটা বুঝতে দাও আগে। এমন হাউ হাউ করে তুমি মাথা গুলিয়ে দিও না। আমাদের। এ আরেকটা মিথ্যে চালও তো হতে পারে ? ও মানুষটার কোন কথায় বিশ্বাস আছে ? সুভাগিনীর কান্না আচমকা থেমে যায়। সেটা অসম্ভব নয়। ছল চাতুরী মিথ্যা আর প্রতারণার নতুন নতুন মতলব ভাজতে সে যে কত বড় ওস্তাদ, এদিকে তার যে কিরকম অসাধরণ উদ্ভাবনী শক্তি, সমীর তার পরিচয় খুব ভাল করেই দিয়েছে বটে। তবু মেয়ের মুখের দিকে অবাক হয়েই চেয়ে থাকে সুভাগিনী। এ তার সেই মেয়ে, কারো একটু আঙ্গুল কেটেছে দেখলে যে একদিন কেঁদে ফেলত, BDS DBB sBB DDD B DD DBD LDD DBBLBD বিরক্তিকর ঠেকত, আজ সে স্বামীর কাছ থেকে এই চিঠি পেয়েও এমন শক্ত হয়ে আছে পাথরের মত |