পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আকবরের দরবারে জিসুইট RRNO সহ আগমন করেন, যাহান্তে আমি যীশুর ধৰ্ম্ম অবগত হইতে পারি। আমি ইহাও বিশেষভাবে জানাইতেছি যে, উক্ত দূতগণ তথায় পৌছিবামাত্র যেন ফাদারগণ পুস্তকসহ আগমন করিতে দ্বিধা না করেন। তাহারা যেন অবগত থাকেন যে, আমি যথাসম্ভব সন্মানের সহিত উক্ত ফাদারগণকে অভ্যর্থনা করিব এবং “আমি ঐ ধৰ্ম্ম বিষয়ে সকল বিষয় অবগত হইলেই তাহারা নিজ নিজ ইচ্ছানুযায়ী প্ৰতঘগমন করিতে পরিবেন এবং র্তাহাদিগের, প্ৰতি অনেক সন্মান ও অনুগ্রহ প্ৰদৰ্শন করিব। তঁহারা যেন দরবারে আগমন করিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ না করেন, কারণ র্তাহারা আমাবেই আশ্রয়ে বাস করিবেন । উপরিউক্ত দূত বাদশাহের উপযুক্ত সন্মান সহকারে অভ্যর্থত হইয়াছিলেন। ফাদারগণ দূত্নকে নানা প্রকার স্নেহ ও অনুগ্রহের নিদর্শন স্বরূপ গ্ৰহণ ক’রয়াছিলেন। আবদালা ফাদারগণের জন্য দুইটী BDDDBB BB S SBD DBDBDDB KDBDBDDBDBS SaDLE DB D DBBDB অগ্রসর হইবার কথা ਵਿ সেই সকল প্ৰাদেশিক শাসনকৰ্ত্তার নামে পত্ৰ ও একদল শরীর রক্ষীও আনয়ন করিয়াছিলেন । নিম্নলিখিত উদ্দেশ্যের বশবৰ্ত্তী হইয়াই আকবর ফাদারগণকে আহবান করিয়াছিলেন :-অন্যান্য মোগলদের ন্যায়। আকবয়ও মুসলমান ধৰ্ম্মাবলম্বী श्ल७, श्वप्नद्र श्री डैशब्र अखाप সাধনে সমর্থ হয় নাই এবং * কয়েকজন পর্তুগীজদণ্ড সংবাদে তিনি খ্ৰীষ্ট ধর্মের ७थठि रुार्थशक्षि@ হইয়াছিলেন ; তিনি ক্রুস ও অন্যান্য দেবমূৰ্ত্তিকে পূজা * করিত্নে ; বিশেষতঃ তিনি যীশুখ্ৰীষ্ট ও মেরী মাতাকে অত্যন্ত সন্মান করিতেন এবং তঁহার দরবারের ওমরাহগণ ইহুদিগের প্রতি ভক্তি প্ৰদৰ্শন • করিতেন। একদিন তিনুি স্বধৰ্ম্মত্যাগী' এক খ্ৰীষ্টীয়ানকে জিলুস, ८द्रं 6 6म्