পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S88 ভারতে ३७टलांौशांन् १र्षक গ্ৰহণ করিতে পারেন। এই দানের করুণাধারা তাহার আত্মাতে জলসেচন করিবে ও হৃদয়ের মধ্যে প্ৰবেশ করিবে ।” প্রথমতঃ তাঁহাকে যত্নপূর্বক পাপপথ পরিত্যাগ করিতে হইবে; পাপ হইতে আমাদিগকে ঈশ্বর সর্বাপেক্ষ দূরে রাখেন কারণ "পবিত্র আত্মা দ্বারা অনুপ্রাণিত হইয়া সলোমনা লিখিয়াছেন “পাপরত ব্যক্তির দেহে বা দুষ্ট ব্যক্তির আত্মায় জ্ঞান ঘাস করিতে পারে না।” ঈশ্বরের নামে একজন ধৰ্ম্মপ্রচারক বলিয়াছেন ‘প্ৰভু বলেন তোমার চিত্ত আমার দিকে ফিরাও তাহা হইলে আমি তোমার প্রতি দৃষ্টিপাত করিব।” শ্ৰীষ্টের পুৰ্ব্বগামী জাকারি-সুত জন ইস্রায়েলবাসীকে যীশুখ্ৰীষ্ট বিশ্বাস করাইবার জন্য প্রেরিত হইয়াছিলেন। তিনি প্রায়ই বলিতেন ‘তোমরা প্ৰায়শ্চিত্ত করিয়া তাহার আগমনের জন্য পথ প্ৰস্তুত কর।” খ্ৰীষ্ট তাহার প্ৰকাশ জীবনের প্রারম্ভে জনসাধারণকে প্ৰায়শ্চিত্ত করিতে বলিতেন। এবং যখন শিষ্যবৰ্গকে ধৰ্ম্মপ্রচারার্থে প্রেরণ করেন তখন তাহাদিগকেও এই উপদেশ দিয়াছিলেন। তিনি প্ৰধান পুরোহিতের মৃতকন্যাকে পুনৰ্জ্জীবিত করিবার পুৰ্ব্বে যেমন বংশীবাদক ও চীৎকারকারী জনসঙ্ঘকে অপসারিত করিয়াছিলেন তেমনই পাপকে পরিহার করিতে হইবে। শান্তির-ঈশ্বর খ্ৰীষ্টকে অতিথিরূপে গ্ৰহণ করিবার প্রধান অন্তরায় আত্মার বিশৃঙ্খল অবস্থা । ইহা পাপানুষ্ঠানেই 'উদ্ভূত হয়। এই পাপানুষ্ঠান মানবের চিত্তরূপ চক্ষুকে ঈশ্বর হইতে প্ৰাপ্ত ধৰ্ম্ম বিশ্বাসের আলোক দেখিতে দেয় না, এবং হৃদয়ের দ্বার এরূপ“ভাবে বন্ধ করিয়া দেয় যে মানব আর ঈশ্বর প্রেরিত করুণাধারা গ্ৰহণ করিতে পারে না। শ্রমজীবিদিগের, কাৰ্য হইতে আমরা একটা দৃষ্টান্ত গ্ৰহণ করিব। যদি গৃহ নিৰ্ম্মাণ করিতে “হয়, তাহা হইলে যাহার উপর সমস্ত অট্টালিকা নির্ভর করিবে সেই