পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আকবরের দরবারে জিম্বুইট sets প্রেরিত হইল। তিনি ইচ্ছা করিলে অৱকাশমত পাঠ করিয়া জানিতে পরিবেন। যে বিপক্ষদল বাদশাহের নিকট সর্বদাই তুমসন্ধুল ব্যাখ্যা করিতেন তাঁহাদেরও ইহাতে ঈর্ষ হইবে না। বিদেশী ধ্যক্তি বাদশাহের সহিত সৰ্ব্বদা, কথা কহিলে ও বাদশাহকে স্বপক্ষে জানিতে পারিলে বিদেশী ব্যক্তির অহঙ্কার ও দুঃসাহস বাড়িয়া যায়। লেখাগুলি বাদশাহকে প্ৰদান করায় সে আশাও তিয়োহিত হইল । বাইবেলে লিখিত ধৰ্ম্মমত, ঈশ্বরের ত্রিত্ব ও একত্ব, ঈশ্বরের পুত্র ও র্তাহার মৃত্যু, মহম্মদ, কোরাণ, শেষ বিচার দিবস, মরণ, পুনৰ্জীবন, দার্শনিক ও রাজনৈতিক প্রশ্ন এবং অসংখ্য অন্যান্য বিষয় লইয়া আমাদের যাজকগণ ও আগ্রার মৌলবীগণের মধ্যে বাদানুবাদ হইত। অত্যন্ত বিনয়ের সহিত বলিজেছি যে ঈশ্বর-কৃপায় আমাদের যাজকগণ তঁহাদের প্রতিপক্ষকে প্ৰত্যেক তর্কেই পরাস্ত করিতেন। তখন প্ৰতিপক্ষগণ অলৌকিক ঘটনা, দেখিতে চাহিত ও পূৰ্ব্বলিখিত অগ্নি পরীক্ষার কথা উত্থাপন করিত • আমি নিঃসন্দেহে বলিতে পারি তর্কের সময় যে মহম্মদের অসম্মান করা হইত। তাহারা এইৰূপে তাহার প্রতিশোধ লাইতে চাহিত। তাহদের ধৰ্ম্মের কোন ব্ল্যবস্থা তর্কে তাহদের সম্মুখে অসার প্রতিপন্ন হইলে ( ইহারজন্য কোন gॉौन बूकिभान् दाखि সতর্ক • করিয়া দিয়াছেন। ) কিংবা তাহদের ধৰ্ম্মোপদেষ্টার অসম্মান হইলে তাহাদিগকে নিন্দিত হইতে হয়। ইহাতে তাহাদেবু সৰ্ব্বাপেক্ষা BDD BBBB DDD D D DDBBD প্ৰতারিত করিয়াছেন, তাহার মতে অত্যন্ত দূষণীয়। তাহারা যে নিজের ক্ষেত্রে প্রকাহিত তর্কবিতর্কে পরাস্ত হইল, ইহাতে তাহাদের মনে লজ্জা ও বিরাগের উদ্ৰেক হইল”। কারণ আমাদের যাজকগণ আমীদের ধৰ্ম্মপুস্তক হইতে