পাতা:জয় পরাজয় - পাঁচকড়ি দে.pdf/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

西可外可夺弘 • و অনেক বেলা হইলে দ্বার খুলিল ; যাহা হউক, এবার এই জঘন্য ঘরটার মধ্যে আলো দেখা দিল । সেই দুঃখের মধ্যে আলো দেখিয়া আমার মনে কেমন এক অপূৰ্ব্ব আনন্দের উদয় হইল। দেখিলাম, সেই ছোড়া একথালা ভাত লইয়া আসিয়াছে। সে-ই বিশ্বাসঘাতকতা করিয়া আমার এ দশা করিয়াছে, তাহাকে দেখিয়া আমি রাগে উন্মত্ত হইলাম ! ভাবিলাম, কাছে আসিলেই ইহার মাথাটা নৌকার গায়ে ঠুকিয়া চুৰ্ণবিচূর্ণ করিব । কিন্তু পরেই ভাবিলাম, “না, বরং ইহাকে হাত করিবার চেষ্টা করা উচিত, ঠায় তা ইহার দ্বারা কাজ উদ্ধার চাইতে পারে ।” তবে আমি নিজ মনোভাব গোপন করিয়া তাহার দিকে কটমট, করিষ চাহিয়া রহিলাম। সে ভয় পাইল ; কম্পিত্যস্বরে বলিল, “লোচন ব’লে গেছে তোমায় খাবার দিতে-ডাইনী বুড়ী রোধেছে, খাও।” আমি বলিলাম, “এদিকে নিয়ে আয় ” সে ভয়ে বলিল, “মারবে না ?” আমি বলিলাম, “তোকে মেরে কি হবে ? আয় নিয়ে, কিছু বলৰ ब्पा ।” সে ধীরে ধীরে ভাতের থালা সম্মুখে রাখিল