পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rමළු সাৰ্বজনীন সমীর মাথা উচু করে জোরের সঙ্গে বলে, আমার চেয়ে হাজারগুণ খারাপ অবস্থা আর পরিবেশের হাজার হাজার মানুষ বিগড়ে যায় না। আমি নিজে দেখেছি । ডাক্তার সায় দিয়ে বলে, আমিও তাই বলছি। আপনার শরীরের অসুবিধাটাই প্ৰধান বাধা হয়ে দাড়িয়েছে। আপনার শরীরে কতগুলি দরকারী ভিটামিন নেই, আপনার লিভারটার মেজাজ ভাল নয়, আপনার নাৰ্ভগুলিতেও গোলমাল আছে। দেহে স্বস্তি না থাকলে মনের জোর খাটানো মুস্কিল হয় বৈকি। সেইজন্যই আমি ওষুধ আর পথ্যের ব্যবস্থা করছি, দু’চার দিনের মধ্যেই শরীর অনেকটা হালকা বোধ করবেন। নেশা কাটিয়ে ওঠা আজ যত কঠিন মনে হচ্ছে তখন আর অতটা কঠিন ঠেকবে না। সমীর নিয়ে নিয়েই সুরমার গয়নাগুলি প্ৰায় শেষ করেছিল। দু’একখানা যা অবশিষ্ট ছিল তারই একটি সে সমীরের ওষুধ ও পথ্যের জন্য সাধনের হাতে তুলে দেয়। সাধন বলে, চােখ কাণ বুজে নিতেই হবে, না ? সুরমা বলে, হাসিমুখেই নাও। বেশীর ভাগ গেছে গোল্লায়, এটা সত্যিকারের কাজে লাগিল । সুরমা সত্যই হাসে। SS DBDDB BDS DDL DBYLBDB K DD D LDBS gBBDDB BDD সব হবে। 气 ৪ তবে আমিই বা সঙ্কোচ করি কেন ? আমিও আশা করি ষে আজ তোর কাছ থেকে এটা নিতে হলেও একদিন হয় তো আমি তোকে Frst: fitve oto