পাতা:আত্মজীবনী ও স্মৃতি-তর্পন - জলধর সেন.pdf/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कांझडौवनी ७ यूडि-ऊ96 ১২৬৬ সালের ১লা চৈত্র, (ইং ১৩ই মার্চ ১৮৬e ) মঙ্গলবার আমার জন্মদিন। আমি পিতামাতার প্রথম পুত্র, প্রথম সন্তান নই। আমার পূর্বে DuD DB BBDB DBuDBD S DDD DBBDBS BBu DBDBBS DD পবের মেয়েটি ছ-মাসের হয়ে মারা যায়। তার পরেই আমার জন্ম। আমার কথা বলবার আগে আমার বংশ পরিচয় একটু দি । আমাদের বাড়ী নদীয়া জেলার অন্তর্গত কুমারখালী গ্রামে। আমি যখন জন্মাই, তখন আমাদের গ্রাম নদীয়া জেলার মধ্যে ছিল না, পাবনা জেলায় ছিল। আমার বয়স যখন আট কি নয়। বৎসর, তখন নূতন ক’রে জেলা গঠন হয়, সেই থেকে আমাদের গ্রাম নদীয়া জেলাভূক্ত হয়। আমার বেশ মনে আছে-আমার মেজদাদা পাবনায় ছাত্রবৃত্তি পরীক্ষা দিতে গিয়েছিলেন । আর তার কিছুদিন পরে আমার বড়দাদা কৃষ্ণনগরে এন্ট্রান্স পরীক্ষা দিতে १ि८भूछिएलन । আমার পিতামহের নাম ৬/গদাধর সেন । আমরা দক্ষিণ রাঢ়ীয় কায়স্থ । আমার প্রপিতামহ কুমারখালির ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানীর রেশম-কুঠীয় দেওয়ানীর কাজ পেয়ে কুমারখালিতে গিয়েছিলেন । সেই থেকেই তঁরা সেখানকার স্থায়ী অধিবাসী হয়ে পড়েন। তঁদের আদি নিবাস ছিল চব্বিশ-পরগণার বারাসতের নিকট দেগঙ্গ গ্রামে। তাই আমরা এখনও পরিচয় দি, আমরা দেগঙ্গের সেন, আমরা অনন্যের সন্তান । দেগঙ্গে বা অন্য কোন স্থানে আমাদের জ্ঞাতি কেহ আছেন কি না, তা’ আমি মোটেই জানতাম না । অল্পদিন হ’ল কথা-প্রসঙ্গে জানতে পারলাম যে, প্রসিদ্ধ শিল্পী আমার সোদরোপম শ্রীমান যতীন্দ্রকুমার সেন আমাদেরই জ্ঞাতি। এমন জ্ঞাতি হয়ত অনেক স্থলে আরও আছেন, সে খোজ আমি রাখিনি । আমার পিতামহের দুই পুত্র ও এক কন্যা ছিল। জ্যেষ্ঠ পুত্র স্বৰ্গীয় রামতনু সেন, তিনি আমার জেঠা মহাশয় । আর কনিষ্ঠ পুত্র হলধর সেন, তিনিই আমার পিতৃদেব । আমার পিতামহ “ৰ্তার পিতৃশ্রাদ্ধে যথাসৰ্বস্ব ব্যয় ক’রে সত্য সত্যই একেবারে ফকির হয়ে পড়েছিলেন। আমার জেঠা মহাশয়ের কাছে শুনেছি, সেই শ্রাদ্ধের নাম দ্বিজদম্পতি শ্রাদ্ধ। তাতে বৃষোৎসর্গ প্রভৃতি ত করতেই হয়েছিল, ত’ ছাড়া এক ব্রাহ্মণকুমার ও এক ব্রাহ্মণকুমারী এনে বিবাহ দিয়ে, ভূসম্পত্তি দান ক’রে তাদের সংসারে প্রতিষ্ঠা ক’রে দিতে হয়েছিল।-- gg DDDD DDBD BDDD BBDBDB DBiDBD BDB BD S BB