পাতা:আত্মজীবনী ও স্মৃতি-তর্পন - জলধর সেন.pdf/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ro 8 আত্মজীবনী ও স্মৃতি-তৰ্পণ সত্যেনবাবু উত্তর দিলেন-আমারও তাই ইচ্ছ। তবে সে কথা আপনাকে না লিখে আপনার উপবেই ভার দিয়েছিলাম। তখনি আদেশ হ’ল, নরেন্দ্রবাবুর পরলোকগমনের দিন থেকেই আমি সম্পাদক হলাম এবং আমার বেতনও যথেষ্ট বৃদ্ধির অনুরোধ সেক্রেটারী মহাশয় সত্যেনবাবুকে জানালেন। আমি নিজে কোন চেষ্টা করিনি। কোনও তদ্বিরও করিনি এ কথা পূর্বেই বলেছি। শ্রদ্ধেয় সত্যেন্দ্রবাবুও কিছু করেন নি। গবর্ণমেণ্টের তরফ থেকেই जवाभाएक निाश्नाभा°द्ध ८७ध्रौं ठू'ल । তার পরই আবি যাই কোথায় ! চারিদিক থেকে আমার উপর তিরস্কার ঠাট্টা বিদ্রুপ প্রভৃতি বৰ্ষিত হ’তে আরম্ভ হ’ল। রহস্যের কথা এই যে, যারা এই পদের জন্য আবেদন করে বিফল-মনোরথ হয়েছিলেন, তারাই আমাকে স্বদেশ-দ্রোহী প্রভৃতি সুমিষ্ট বিশেষণে বিশেষিত করে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। সে অগ্রীতিকর বিষয় সম্বন্ধে তখনও কিছু বলিনি-এত কাল পরে আজও কিছু বলব না । বৎসরের অবশিষ্ট কয়মাস যেমন করেই হোক ‘সুলভ সমাচার’ চালালাম । সেই সময় লর্ড কার্জনের বঙ্গবিভাগ রদ হয়ে গেল। মহামতি ভারত-সম্রাটের আদেশে কার্জন বাহাদুরের সেটেলড ফ্যাক্ট একেবারে আন সেটেলড হয়ে গেল । দুই বাংলা জুডে গেল। বাংলাদেশ আর লেফেন্টনাণ্ট গবর্ণরের অধীন থাকল না। -একজন গভর্ণর নিযুক্ত হলেন। বিহার ও উড়িষ্যা বাংলাদেশ থেকে বেরিয়ে গিয়ে স্বতন্ত্র প্রদেশ হ’ল । রাজধানী কলিকাতা থেকে দিল্লী চলে গেল । গবর্ণমেণ্ট তরফ থেকে তখন বলা হ’ল-বাংলা দেশে শান্তি এসে গেছে—আর কোন গোলমাল হবে না। সুতরাং বৎসরে একরাশি টাকা ব্যয় করে ‘সুলভসমাচার” প্রচারের আর প্রয়োজন নেই । DBB DBBDDBSuBD DuD S DBBB BBDD S BDDDBBD DDBDDBB0 সিঁড়িতে ও একটা ছোটখাটো দরবার হ’ল। সেই দরবারে আর দশজনের সঙ্গে DDDD gBDtBD DBBDDSDSDDBB BSBBD S এইভাবে বাংলা সংবাদপত্রের সেবার অধ্যায় আমার শেষ হোল । এর পরে আর কোনদিন কোন সংবাদপত্ত্বের সংশ্রবে। আমি যাই নি। তাই আজ বাংলা সংবাদ পত্রে আমার শেষ আশ্রয়দাতা পরলোকগত রায় বাহাদুর নরেন্দ্রনাথ সেনের স্মৃতি-তৰ্পণ করছি ।