পাতা:আত্মজীবনী ও স্মৃতি-তর্পন - জলধর সেন.pdf/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আত্মজীবনী ও স্মৃতি-তৰ্পণ SS এই অযাচিত স্নেহে সেদিন আমার চোখে জল এসেছিল-আমি একটি কথাও বলতে পারিনি। আজ এতকাল পরে তঁদের সেই স্নেহ ও অনুগ্রহের কথা স্মরণ করে আবার আমার চোখে জল এল। এই চোখের জলেই আজ ऊँiपद्ध श्रे डांशेम्रत डि-उ०१ कललाभ। SS বাংলা সংবাদপত্র-ক্ষেত্রে যার সঙ্গে শেষ কায করেছি আজ তারই স্মৃতি-তৰ্পণ করব । তিনি স্বনামধন্য “ইণ্ডিয়ান মিরার”-সম্পাদক পরলোকগত রায় নরেন্দ্রনাথ সেন বাহাদুর। কলেজে পড়বার সময় থেকেই নবেন্দ্রবাবুকে কত সভা-সমিতিতে দেখেছি। র্তার সম্পাদিত “ইণ্ডিয়ান মিরার” কাগজ অনেক সময় পড়েছি, ইংরাজী ভাষায় তঁর অসামান্য দখল দেখে মুক্ত কণ্ঠে প্রশংসা করেছি, আমন নির্ভীক সম্পাদক সেকালে অতি কমই ছিল। কিন্তু সুদীর্ঘকালের মধ্যে র্তার সঙ্গে পরিচিত হবার সৌভাগ্য আমার হয়নি। যখন র্তার সঙ্গে পরিচয় হ’ল তার চার মাস পরেই তিনি স্বৰ্গারোহণ করেন । এই চার মাসের স্মৃতির আলোচনা আজি 夺夺夺目 রায় বাহাদুর নরেন্দ্রনাথ সেনের পরিচয় সে-কালের বাঙ্গালীর কাছে দেবার আবশ্যক নাই, এ-কালেরও অনেকে এখনও তঁকে ভোলেন নি । নরেন্দ্রবাবুর সঙ্গে আমার পরিচুয়র কথা বলবার পূর্বে আর একটী কথা বলা প্রয়োজন। পূর্ব প্রবন্ধে রূলেছি- আমি ‘হিতবাদী’র সংস্রব ত্যাগ করলাম। এ থেকে অনেকে হয় তো মনে করতে পারেন যে, যেমন অকস্মাৎ এই সঙ্কল্প করি। তৎক্ষণাৎ তা কার্যে পরিণত করি । আসল কথা কিন্তু তা নয়। প্রায় মাসখানেক থেকেই আমি ‘হিতবাদী’র সম্পাদনভার ত্যাগ করব কি না। BB BD DD BDDBDDDDD S DSDBBB BD S DDD DBDDDBDK DBS ছিলাম। কিন্তু সহসা কার্য ত্যাগ করে আবার কোথায় দাড়াব এই ভাবনা श्शूछिल । আমি কিন্তু আমার এই সুদীর্ঘ জীবনে দেখতে পেয়েছি যে, অলক্ষ্যে থেকে কে একজন আমার জন্য ব্যবস্থা করে রেখেছেন, আমাকে কখনো চাকরির জন্তু কারও কাছে উমেদারী করতে হয়নি। স্বয়ং বিশ্ববিধাতা সে ভার নিয়েছিলেন। বর্তমান ক্ষেত্রেও তাই হ’ল ।