পাতা:আত্মজীবনী ও স্মৃতি-তর্পন - জলধর সেন.pdf/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

षाङ्मयोदमै ७ वूङि-एङ*१ প্রথম দিনের কংগ্রেসের অধিবেশন হয়। টাউন হলে । কলিকাতার কার্য্যDDB BDD BB DBDBDBBDDDYuB DDBD gD g DiBB BD অধিক লোক হবে, যাদের স্থান বৃটিশ ইণ্ডিয়ান এসোসিয়েশন হলে নাও হতে পাৱ । কোন প্রকারে প্রথম দিনের কার্ধ শেষ হয়ে গেল । অভ্যর্থনা-সমিতির সভাপতি ও মূল সভাপতি তঁদের অভিভাষণ পাঠ করলেন। দ্বিতীয় দিনের অধিবেশন বৃটিশ ইণ্ডিয়ান এসোসিয়েশন গৃহে হ’ল। সেইদিনের সভা শেষ হওয়ার পূর্বেই সুরেন্দ্রনাথ জলদগম্ভীর স্বরে ঘোষণা করলেন যে, পরদিন টাউন BDDD DBDD DBBBsLLSB DiBBBD DBDDB S পরদিন যথাসময়ের পূর্বেই টাউন হলে গেলাম। পূর্ব দুই দিন যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম, তার জন্যই সভারম্ভের প্রায় এক ঘণ্টা পূর্বে টাউন হলে উপস্থিত হয়েছিলাম। আর সেই জন্যই প্রতিনিধিদের নির্দিষ্ট আসনের প্রথম শ্রেণীতেই স্বান সংগ্রহ করতে পেরেছিলাম। তাতে আমার পক্ষে দেখা-শোনার যথেষ্ট সুবিধা হয়েছিল। প্রথম দিনের অধিবেশন আরম্ভ হবার আধা ঘণ্টা পূর্বেই দেখতে পেলাম-একটি গৌরবর্ণ যুবক মঞ্চের উপর এবং মঞ্চের চারপাশে ব্যস্তসমস্ত হয়ে ঘোবাঘুরি করছেন। যুবকটি দেখতে যেমন সুন্দর, তার পরিচ্ছদও তেমনি পরিপাটি ; দেখলেই বুঝতে পারা যায় তিনি খুব সম্রােন্ত ঘরের সন্তান। চোখে সোণার চশমা, গায়ে লম্বা একটা কোট, গলায় একটা আলোয়ান জড়ানো-সেই আলোয়ানের উপর দু দুটো ব্যাজ্য-একটি অভ্যর্থনা সমিতির সদস্তের, আর একটি প্রতিনিধির। আর তিনি যে ভাবে বড় বড় রাখীদের সঙ্গে কথা বলছিলেন, সম্রান্ত অভ্যাগতদিগকে অভ্যর্থনা করছিলেন, তা দেখে বুঝতে পারলাম যে, তিনি যুবক হলেও কংগ্রেসের একজন বড় পাণ্ডা। আমার পার্থে যে বাঙ্গালী প্রতিনিধিটি বসে ছিলেন, তঁাকে ঐ যুবকের পরিচয় জিজ্ঞাসা করতে তিনি DBD BB DBDSDD Di DBKSSiBDS DDBD sBB DS S বরিশালের অশ্বিনীবাবু। আমি বিনীতভাবে বল্লাম, ওর নাম অনেক শুনেছি DD KD BDDDSDDDDBDB BB অনেকের স্বভাব আছে লোকের সঙ্গে গায়ে পড়ে আলাপ করে । আমার সে স্বভাব মোটেই তখনও ছিল না, এখনও নেই। • আমি কারও সঙ্গে আপনা। হাতে আলাপ জমাতে পারি নে, এখন তো মোটেই পারি নে, যৌবন কালেও পারতাম না। কাজেই দেশমান্য অমিনীবাবুর সঙ্গে পরিচিত হবার সৌভাগ্য