পাতা:আত্মজীবনী ও স্মৃতি-তর্পন - জলধর সেন.pdf/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

y Seo আত্মজীবনী ও স্মৃতি-তৰ্পণ সম্পূর্ণ পরিস্ফুট হয়েছে। সত্য-সত্যই গুরুদাসবাৰু মহার্য সম্পদের, অতুলনীয় অগাধ মূলধনের অধিকারী ছিলেন ; সে মূলধন, সার রাসবিহারীর কথায় তাহার Honesty। এই মূলধনই সংসার-সংগ্রামে তাকে জয়যুক্ত করেছিল, তিনি যথেষ্ট অর্থে পার্জন করেছিলেন, অতুল যশের অধিকারী হয়েছিলেন ; এই Honesty মূলধনই তাকে সর্বজন-শ্রদ্ধেয় করেছিল, পুস্তক-ব্যবসায়ীসমাজে তাকে বরেণ্য করেছিল। তাকে পুস্তক-ব্যবসায়ী-সঙ্ঘের সভাপতি পদে বরণ করে র্তার প্রতি সকলের শ্রদ্ধা আকর্ষণ করেছিল । তিনি সত্য-সত্যই বাঙ্গালা সাহিত্যের পরম উৎসাহদাতা ছিলেন। তার সাহায্য না পেলে কত দুস্থ সাহিত্যিকের সাহিত্য-জীবন অস্কুরেই বিনষ্ট হােতো! কিন্তু সে কথা বলতে আমি বসি নাই, আমার অপেক্ষা যোগ্যতার ব্যক্তি এই মহৎ কর্তব্যভার গ্রহণ করবেন, আমি স্মৃতি-তপণই করব। এইস্থানে আর একটি কথা বলবার প্রলোভন আমি কিছুতেই সংবরণ করতে পারছিনে। সে প্রায় ৬০ বৎসর পূর্বের কথা। গুরুদাসবাবু প্রথম বইয়ের দোকান করেন। ৯৭নং কলেজ ষ্ট্রীটের একটি ছোট ঘরে এবং সেই ঘরের পাশ দিয়ে যে ছোট একটা গলি ছিল, সেই গলিতে ছোট একটি বাড়ীতে তিনি সপরিবারে বাস করতেন। সে বাড়ী ও সে গলি এখন মেডিকেল কলেজের সীমানার মধ্যে লুপ্ত হয়ে গিয়েছে। দোকানের প্রসার যখন বৃদ্ধি হোল এবং কিছু অর্থও সঞ্চিত হোল, তখন ১৮৮৬ খ্রীষ্টাব্দে তিনি ২০ ১ নম্বর কর্ণওয়ালিস স্ত্রীটের তেতালা বাড়ী কিনে সেখানেই নিচের তলায় দোকান করেন এবং দোতালা তেতালায় পরিবারসহ বাস করেন। কিছুদিন পরে ঐ বাড়ীর সম্পূর্ণ অংশেও দোকান বিস্তৃত করেন । তিনি যখন কর্ণওয়ালিস স্ট্রীটের ২০ ১ নম্বরের বাড়ীতে বাস করতে আসেন, DBB DgBB DBBB BBDDBYBDBDS BBBDDD DDD DBBD DDDD DDD বাড়ীতে বাস করতেন। গুরুদাস বাবুকে নিকট প্রতিবেশী পেয়ে উৎফুল্প হৃদয়ে তিনি যে গানটি রচনা করেন, “মনোমোহন গীতাবলী’ হতে সেই গানটি উদ্ধৃত করে দিলাম “চাদের হট পেতেছেন। পাড়ায় গুরুদাস। সোনার ছেলে-মেয়ে আপনি গিল্পী, তেন্নি শ্বশুর। cउभनि वान् । কিবা শান্ত ছেলে হরি, মারি মারি কি মাধুৰী, ও তায় দেখলে সাধি যায় কোলে করি, কথা শুনলে হয় উল্লাস (১)