পাতা:আত্মজীবনী ও স্মৃতি-তর্পন - জলধর সেন.pdf/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSt আত্মজীবনী ও স্মৃতি-তৰ্পণ এ যে ভবিষ্যদ্বাণী তা আমরা বুঝতে পারিনি। তিনি আরোগ্যের পথে অগ্রসর হচ্ছেন দেখে আমরা সেদিন চলে এলাম। কিসে কি হোলো ভগবান জানেন - পরদিন বেলা ১০টার সময়েই সংবাদ পাওয়া গেল-উপাধ্যায় মহাশয় আর ইহজগতে নেই। মহাত্মা পূর্বদিনেই সে কথা বলেছিলেন-আমরা বুঝতে श्रांत्रिनि । সংবাদ পাওয়া মাত্র সহরের চারিদিক থেকে লোক ছুটলো ক্যাম্বেল হাসপাতালে। সেখান থেকে শবদেহ বহন করে প্রায় ১৫/২০ হাজার লোক একবার ‘সন্ধ্যা’ আফিমের সম্মুখে শবাধার নামালেন। তার পর নিমতলার শ্মশান ঘাটে আমরা উপাধ্যায় মহাশয়ের নশ্বর দেহ চিন্তা-ভর্ম্মে পরিণত করে এলাম। র্তার এক ভ্রাতুষ্পত্রি মুখাগ্নি করলেন। উপাধ্যায় মহাশয় যে দেশপূজ্য রেভারেণ্ড কালীচরণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের ভ্রাতুষ্পত্র একথা সকলেই জানেন। একাদশ দিনে কালীঘাটে আমরা সকলে মিলে উপাধ্যায় মহাশয়ের "শ্রদ্ধকার্য শেষ করেছিলাম। সে এক আশ্চর্য ব্যাপাব । ‘সন্ধ্যা’র তহবিলে সেদিন সাত টাকা তের আনা ছিল । তাই নিয়ে BD YDDD S BDO BDDDB KB BBDBL BBDDSSS S S BBB BD DDD D পাঁচ জন নেমে দেশবন্ধু চিত্তরঞ্জনের বাড়ী যাই । তিনি সাত টাকা তের আনা কথা শুনে তখনই ৫০ পঞ্চাশ টাকা দিলেন, আর বল্পেন-শ্রাদ্ধ তো হবেইআর দরিদ্র নারায়ণের সেবা হবে । আমি এখনই আপনাদের সঙ্গে যেতে পারছিনে। হাইকোর্টে আমার একটা জরুরী মোকদ্দমা আছে । আমি সেখানে গিয়ে জজেদের বলে মামলা মুলতুবী নিয়ে কালীঘাটে যাচ্ছি-আপনার so তারপর যে কি হোলো তা বর্ণনার অতীত । চারিদিক থেকে অম্বাচিত ভাবে দ্রব্যসম্ভার অ’সতে লাগলো ; এমন কি এই শ্রাদ্ধ-উপলক্ষে দরিদ্র নারায়ণসেবার জন্য স্বয়ং মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুর মহাশয় তিনশো কি পাঁচশো bाका अठैिग्न ष्लिन । সেদিন আমরা তাঁর শেষ কার্য মহা-সমারোহে শেষ করেছিলাম। তাঁর মৃত্যুতে আমি অশৌচ গ্রহণ করেছিলাম। এই একাদশ DD DELE DBBDD DButttBDYSLiK LD DD SBDB DDuD DieiiB कनभ । যখন আমি ‘সন্ধ্যা’ আফিসে আড়া দিতাম।--সেই সময় একদিন প্রাতঃকালে দেউস্কর মহাশয় ‘সন্ধ্যা’ আফিসে উপস্থিত হলেন এবং আমাকে একাম্ভে ডেকে