পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আকবরুের দরবারে জিসুইট Y ও বিরক্ত হইয়া শেষে অলৌকিক ঘটনার • আশ্ৰয় লইতে চাহিলেন। তাহারা বলিল কাহাদের পুস্তক সত্য প্ৰমাণিত হয় দেখা যাউক । অগ্নিকুণ্ড “প্রজ্জলিত করিয়া তাহাতে তোমাদের একজন সুসমাচার হন্তে ও আমাদের একজন সিন্দাগম হস্তে আরোহণ করিবে। যাহাঁদের পুস্তক ও পুস্তকধারী একপ অগ্নিপৰীক্ষায় অক্ষতভাবে উত্তীর্ণ হইবে তাহাদের পুস্তক সত্য বলিয়ু প্ৰমাণিত হইবে। বাদশাহও আমাদের ৰাজকগণের নিকট এইরূপ পরীক্ষার প্রস্তাব করিলে তঁাহারা সংক্ষেপে কহিলেন “আমরা আমাদের বিশ্বাস সপ্ৰমাণ করিয়াছি, বুঝাইয়াও দিয়াছি, অলৌকিক ঘটনার প্রয়োজন দেখি না।” ইহাতে রাজা যখন বলিলেন। আপনাদের প্রমাণের প্রয়োজন নাই তখন সকলেই উচ্চৈঃস্বরে কহিলেন “বাদশান্ধুের শান্তি হউক” । এইরূপে এই তর্কের পরিসমাপ্তি হইল । রডলফো লোকটি এরূপ, যে তাহার সঙ্গীগণ র্তাহার দৃষ্টান্তের অনুকরণ করিতে মাহত; কারণু তিনি উৎসাহ পূর্ণ ধৰ্ম্মভাবে অনুপ্রাণিত গ্ৰীষ্টের জন্য প্ৰাণপাত করিতে প্ৰস্তুত এবং ধৰ্ম্মের আহবানে কাৰ্য্য করিতে সৰ্ব্বদাই অগ্রসর ছিলেন । এক্ষেত্রে তাহার কিঞ্চিৎ সংশয় ছিল এবং তজ্জন্যই তিনি প্রথমে এরূপ পরীক্ষায় স্বীকৃত হইতে বিরত হইলেন। তিনি প্ৰথম সুবিধা পাইবামাত্র বাদশাহকে সম্বোধন করিয়া কহিলেন “হে রাজন, প্ৰস্তাবিত অগ্নি পরীক্ষা সম্বন্ধে আমার বক্তব্য এই যে, খ্ৰীষ্ট্রের ষে ধৰ্ম্ম আমাদের পূর্বপুরুষগণ আমুদিগকে অৰ্পণ করিয়াছেন, যে ধৰ্ম্ম আমরা মাতুস্তন্যের সহিত শরীরে ধারণ করি, যে ধৰ্ম্মে আমরা লালিত পালিত ও যে ধৰ্ম্ম আমরা পালন কুরি সেই পবিত্র ধৰ্ম্মে আমাদেৱ অনুরাগ ও আকর্ষণ যদি আপনি পরীক্ষা করিতে চাহেন তাহ হইলে ঈশ্বরের উপরু