পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/৩০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতে ইউরোপীয়ান পৰ্যটক مواوچ হ্যায় উজ্জল, চীনা, জাপানী ཉ उंड्द्र स्क्रप्ट्रक्षांद्र ऍर्थिकांशश्लं /সিয়াবাসীদের ন্যায় আয়ত অক্ষিপুট, লোম-বিরল ভ্ৰ, নাসিকার মধ্যভাগ উচ্চ, ক্রুদ্ধ ব্যক্তির ন্যায় বিস্তৃত নাসারন্ধ। বামপন্যাসারান্ধের নিয়ে ওষ্ঠ পৰ্য্যন্ত তুকীদিগের মধ্যে যেমন প্ৰথা আছে, তিনিও সেইরূপ গুম্ফ রাখিয়া ক্ষৌরক্ষাৰ্য্য করতেন। কারণ তুকীগণ যৌবনাবস্থা প্ৰাপ্ত হইলে যত্নপূর্বক শশ্র ধারণ করে। জেলালদিনাস তাঁহার পূর্বপুরুষগণের ন্যায় মস্তক মুণ্ডন করেন না এবং কোন মস্তকাবরণও পরেন না। একপ্রকার শালে সমস্ত শরীর বেষ্টন করিয়া তাহাতেই মস্তক ও কেশ আবৃত করেন। কথিত আছে তিনি এইরূপে ভারতবাসীদের প্রথা অবলম্বন করিয়া তাহাদের সহানুভূতি লাভের জন্য চেষ্টা করেন। যদিও তাহার বামপদ সম্পূর্ণ সুস্থ, তথাপি তিনি খঞ্জের ন্যায়। ইহা টানিয়া টানিয়া চলেন। তাহার সুন্দর দেহ, অত্যন্ত ক্ষীণও নহে। অথচ তাহার অসাধারণ সাহস ও অপরিমিত শক্তি আছে। হাস্য করিলে তঁহাকে বড় কুৎসিত দেখায় কিন্তু তাহার প্রশান্ত মুখমণ্ডলের জন্য র্তাহাকে দয়ালু ও গৌরবান্বিত বলিয়া বোধ হয় । তঁহার চলনভঙ্গী অতি সুন্দর । যখন যাজকগণ তাহার প্রাসাদে প্ৰথম আগমন করেন, তখন তাহার বয়ঃক্রম অষ্টাত্রংশ বৎসর। তিনি লোকের সহিত সাক্ষাতে ও কথাবাৰ্ত্তায় এত অমায়িকভােব দেখাইতেন যে তাহ! বৰ্ণনা করা কঠিন। প্ৰজাবৰ্গ ও আমীরগণ তাহার সহিত প্ৰত্যহ সাক্ষাৎ করিতে পায়। র্তাহার সহিত ব্যবহার করা কঠিন নহে, তিনি নিষ্টালাপী । এই মিষ্টালাপ ও অমায়িকভাব তাহাকে যেরূপ জনপ্ৰিয় করিয়া তোলে তাহা বাস্তবিকই বিস্ময়জনক । কারণ iSDDDB DD YzBDD DBBD BDBDDB DDBuBDBDBB DBBBDBDBBS তখন আগ্ৰাবাসিগণের তাছা অসহ্য হইলেও কেহই তেঁাহার জীবন নাশ