পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/২৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RNØR ভারতে ইউরোপীয়ান পৰ্য্যটক রাজকোষেয় অর্থে ও রাজার স্বান্তোষ বিধানের নিমিত্ত রাজপরিষদগণের অর্থে বহু বিশাল অট্টালিকা নিৰ্ম্মিত হইল। ফতেপুরের প্রধান ভূষণ অবশ্য রাজপ্রাসাদ। ইহা বহু বিস্তৃত ও অত্যন্ত মনােরম। যে অট্টালিকায়ু, হস্তী যুদ্ধ ও মলযুদ্ধ হয় তাহাও বহু বিস্তৃত ও খিলানের উপর নিৰ্ম্মিত। এই স্থানে “চুজান” [ পোলো। ] ক্রীড়াও হইয়া থাকে। সৰ্ব্বপ্রকার ও প্রচুর দ্রব্য পরিপূর্ণ পাঁচশত গজ দীর্ঘ বাজার ও স্নানাগারগুলিতে বহু মানৰোঁর সমাগম হয়। অনাবৃষ্টির আশঙ্কায় দুই মাইল দীর্ঘ ও ১॥০ মাইল প্ৰস্থ DD L DBBDB LLS DBL DD D DBDDB BBSDB BDL করাইয়াছিলেন -পূর্বে এ স্থানে এক নিম্নভূমি শীত ঋতুতে বৃষ্টির জলে পুর্ণ হইত ; এই বারিরাশি সুৰ্য্যোন্তাপে বাস্প হইয়া যাইত-কেবল কিয়দংশ প্ৰবাহিত হইয়া বাইত। বাদশাহ এই বহির্গমনের প্রণালী উচ্চ প্ৰাচীর হারা বন্ধ করিতে আদেশ দিলেন । এইরূপে বাদশাহের এক আদেশে জলাভাবের আশঙ্কা তিরোহিত হইল-সঙ্গে সঙ্গে এই স্থানেয় আবহাওয়ারও উন্নতি হইল । কারণ সন্ধ্যার প্রাক্কালে মন্দ মন্দ্র মারুত উখিত হইয়া gBDDD DBDDD OiLDS LDD BB BS SS TDD DLY দিনে রাজা এই হ্রদের সন্নিকটে যাইয়া প্ৰচুব আনন্দ লাভ করেন। নগরের অন্যান্য সুন্দর দৃশ্য সম্বন্ধে আর কিছু বলিৰ না। কিন্তু দুই মাইল ব্যাপী দুর্গপ্রাচীর উল্লেখযোগ্য। ইহার স্থানে স্থানে বুরুজ ও ৪টি ফটক আছে। পূৰ্ব্বদিকে আগ্ৰা ফটক, উত্তরে সির্কাম ফটক ও দক্ষিণে দালপুরী ফটক। ইহার মধ্যে উত্তর ফটক সৰ্ব্বাপেক্ষা সুন্দর। রাজা এই ফটক দিয়া মধ্যে মধ্যে BBD DDDDB BD S DBDBuD KBBD KEB gDkuDB DBDD DD DBDDS বিশিষ্ট দুইটি গুও-বিহীন হস্তীর মূৰ্ত্তি আছে। (এগুলি দেখিলে ফিডিয়াস // * ঐখেলোঁ সুপ্ৰসিদ্ধ ভাস্কর।