পাতা:অক্ষয়-সুধা - অক্ষয়কুমার দত্ত.pdf/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য-স্বদেশের শ্রীবৃদ্ধি-সাধন ৫ স্বদেশের শ্রীবৃদ্ধিসাধন একত্র সমাজবদ্ধ হইয়া বাস করাযেমন মনুষ্যের স্বভাবসিদ্ধ ধৰ্ম, এমন আর কোন জস্থর নয়। যদিও অন্যান্য প্রাণীরও এরূপ স্বভাব সৃষ্টি করা। যায় যে, তাহারা দলবদ্ধ হইয়া একত্র অবস্থান ও একত্র মনুষ্য সৰ্ববিষয়েই গমনাগমন করিতে ভালবাসে, কিন্তু মনুষ্য যেরূপ সকল পরস্পর-সাপেক্ষ বিষয়েই পরস্পর-সাপেক্ষ, অন্য কোন প্রাণী সেরূপ নয়॥ আমাদিগকে সকল বিষস্নেই অত্যের উপর নির্ভর করিয়া চলিতে হয়। অন্ন, বস্ত্র, বিষা প্রভৃতি যাহা কিছু আমাদের আবশ্যক, তাহাই অত্যের যত্ন-সাধ্য ও অন্যের সাহায্য-সাপেক্ষ। এমন কি, যে দেশে বা যে জনপদে বাস করা যায়, তত্রত্য লোকে যে পরিমাণে কর্মদক্ষ, জ্ঞানাপন্ন ও ধর্ম্মশীল হয়, সেই পরিমাণে আমাদেরও সুখ-সমৃদ্ধি বৃদ্ধি হইতে থাকে। ঋষকেরা কৃষিবিন্যায় সুশিক্ষিত হইয়া উত্তমরূপ শ্য, ফল, মুলাদি উৎপাদন করিতে। না পারিলে, আমরা তাহা প্রাপ্ত হইতে পারি না। শিল্প কারের শিল্প কার্য্যে সুদক্ষ হইয়া সুখ-সম্ভোগের উপযোগী উত্তমোত্তম সামগ্রী প্রস্তুত করিতে না পারিলে, এবং নাবিক ও বনিকগণ স্ব স্ব ব্যবসায়ে পারদর্শী। হইয়ানানাদেশীয় দ্রব্যজাত আনয়ন করিতে পারগ না হইলে, আমরা সে সমস্ত সম্ভোগ করিতে সমর্থ হই না। স্বদেশে উত্তমোত্তম বিদ্যালয় সংস্থাপিত ও উত্তমোত্তম গ্রন্থ প্রচলিত না থাকিলে, উৎকৃষ্টরূপ বিড়াশিক্ষার সম্ভাবনা থাকে না। স্বদেশীয় সর্বসাধারণ লোকে নানাপ্রকার কুসংস্কার-পাশে বদ্ধ থাকিলে, তাহাদের সহবাসে থাকিয়া যথার্থ ধর্ম্ম প্রতিপালন করা দুরূহ হইয়া উঠে। যদি কোনও জ্ঞানাপন্ন ধর্ম্মশীল ব্যক্তি অধার্ম্মিক মৃর্থ লোকের সহিত নিরস্তর একত্র বাস করেন, তাহা হইলে, কোন ক্রমেই সর্বতোভাবে সুথী হইতে পারেন না। তিনি আত্মসদৃশ সর্ব্ববিদ্ভাশালী, ধার্ম্মিক লোকের