পাতা:অক্ষয়-সুধা - অক্ষয়কুমার দত্ত.pdf/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৬ অক্ষয়-সুধা AAAAAAS এ এ এ -২০১২- এ.এস. ই ২৫২ = ২১ ও ২২ ১ - ১ ২০১১ ২ ৪ ১৯২৯ ১৯ ১৭ ১৯৪২২২৩৯ স্বান ইত্যাদি শুভ কর্ম্ম দ্বারা সকলকে মুথী করিবার চেষ্টা করা উচিত; কর্কশ বাক্য ও কর্কশ ব্যবহার দ্বারা অ্য লোককে নিরর্থক দুঃখিত করিতে না হতু, এ নিমিত্ত ক্রোধ সংবরণ এবং বিনয় ও শিষ্টাচার অভ্যাস করা উচিত। লোকের যথার্থ দোষ উল্লেখ করিবার দয়া ও গানের অভিমব প্রণালী সময়েও, রসনা হইতে নীরস শব্দ নিঃসরণ না করিয়া দয়া ও বাৎসল্যভাবে প্রকাশ করা উচিত। পীড়িত লোকের নিকেতনে ও দরিদ্রদিগের কুটীরে উপস্থিত হইয়া, সাধ্যানুসারে। তাহাদের ক্লেশ নিবারণ করিতে ঘহু বান হওয়া উচিত। জ্ঞান ও ধর্মপ্রচার করিবার নিমিত্ত একান্ত-মনে চেষ্টা করাএবং সর্বসাধারণের হিতকর কার্য্যে সতত নিযুক্ত থাকা উচিত। যিনি এইরূপ আচরণ করিয়া কাল হরণ করিতে পারেন তিনি ধ্য! তিনি সকলের প্রিয়পাত্র হন; তিনি অনাথদিগের আশীর্ব্বাদ ও পর মেশ্বরের প্রসন্নতা লাভ করেন; তাহার মানব জন্ম গ্রহণ করা সার্থক। স্বপ্নদর্শন—বিদ্যা বিষয়ক পরমেশ্বরের বিচিত্র রচনা দর্শনার্থে পরম কৌতুহলী হইয়াআমি কিছুৎকালাবধি দেশ-ভ্রমণে প্রবৃত্ত হইয়াছি এবং নানা স্থান পর্য্যটন পূর্বক এখন মথুরাসন্নিধানে আসিয়া অবস্থিতি করিতেছি। এখানে এক দিবস দুঃসহ গ্রীষ্মাতিশয়-প্রযুক্ত অত্যন্ত ক্লান্ত হইয়া, সায়ংকালে যমুনাতীরে উপবেশন-পূৰ্বক সুললিত লহরী-লীলা অবলোকন করিতে ছিলাম॥ তথাকার সুমিথ মারুত-হিল্লোলে শরীর শীতল হইতেছিল। কত শত দীপ্যমান হীরক-খণ্ড গগন-মওলে ক্রমে ক্রমে প্রকাশ পাইতে