গ্রহ-নক্ষত্র/সূর্য্যের বড় গ্রহ

উইকিসংকলন থেকে


বড় গ্রহদের প্রদক্ষিণ-পথ

সূর্য্যের বড় গ্রহ

একে-একে আমরা সূর্য্যের ছোট গ্রহ বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গলের খবর তোমাদিগকে দিলাম। এখন বড় গ্রহদের কথা তোমাদিগকে বলিব।

 বড় গ্রহ কাহাদের বলিতেছি বুঝিতেছ কি? মঙ্গলের ভ্রমণ-পথের বাহিরে বৃহস্পতি, শনি, ইউরেনস্ ও নেপ্‌চুন্ নামে যে চারিটি গ্রহ পরে-পরে থাকিয়া সূর্য্যকে ঘুরিতেছে তাহাদিগকেই আমরা বড় গ্রহ বলিতেছি। সত্যই ইহারা আকারে খুব বড়। তা ছাড়া সূর্য্য হইতে অনেক দূরে আাছে বলিয়া তাহাদের ভ্রমণ-পথগুলাও খুব বড়।

 আমরা এখানে বড় গ্রহদের প্রদক্ষিণ-পথের একটা ছবি দিলাম। ছবিতে মঙ্গলের পথটাও তোমরা দেখিতে পাইবে। মঙ্গলের পর বৃহস্পতির পথ। তার পরে শনির পথ, এবং সকলের শেষে ইউরেনস্ ও নেপ্‌চুনের পথ। নেপ্‌চুন্ সকলের চেয়ে দুরে, তাই ইহার পথটাও সব-চেয়ে বড়।