পাতা:আমেরিকার নিগ্রো - রামনাথ বিশ্বাস.pdf/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিকাগাে হতে ডিট্রয় | ইউনাটেড, ষ্টেট অব আমেরিকাতে যত বড় সহর আছে চিকাগাে তার অন্যতম। চিকাগাে পুরাতন সহর। শুধু পুরাতন নয়, এখানে নিগ্রোদের সংখ্যাও বেশি এবং লিঞ্চ হবার উপদ্রব কমই ছিল। কিল, ঘুসি, চড়, কানমলা, ফুটপাত হতে ঠেলে ফেলে দেওয়া এসব নিগ্রো অর্থ নিগ্রো এমন কি বর্ডার লাইনারদেরও গা-সওয়া হয়েছিল। অধিকন্তু এই সহরের স্থান বিশেষে নিগ্রোদের এমন সব আডড়া ছিল যে সকল স্থানে আমেরিকানরাও সন্ধ্যার পর যেতে ভয় পেত। উইলী, ম্যাক এবং এতনী চিকাগােতে এসেই নিগ্রো পাড়াতে প্রকাণ্ড একটা রুম ভাড়া নিয়েছিল এবং সেখানে সাদায় এবং কালােতে আটচল্লিশ স্ট্রটের কাছে সীমান্ত হয়ে দাড়িয়ে ছিল সেখানে আডডা গেড়েছিল। • দুই সপ্তাহের মত ম্যাক বাইরে খুব কমই গিয়েছিল কিন্তু তৃতীয় সপ্তাহে ম্যাক গভীর রাত্রেও রুমে আসত না। এন্তনী এবং উইলী বই পড়েই সময় কাটিয়ে দিত, ভাল লাগলে সিনেমাতে যেত। উইলীর অর্থাভাব মােটই ছিল না ; দৈনিক একশত ডলার খরচ করার মত ক্ষমতা ছিল। এত টাকার মালিক হয়েও উইলী গর্ব অনুভব করত না, শুধু ভাবত কি করে নিগ্রো জাতের উন্নতি করা যায়। একদিন উইলী ম্যাককে জিজ্ঞাসা করল “ম্যাক বলত, এখন আমাদের কর্তব্য কি ?” আমাদের কি কর্তব্য তাই ভাবছি এবং সেজন্যই দৈনিক বার ঘণ্টা ছােটাছুটি করছি। আচ্ছা উইলী, তুমি কি কাউকে হত্যা করেছিলে? হত্যা করিনি ম্যাক একটি শিশুর প্রাণ রক্ষা করেছিলাম। — - T . ।।।