পাতা:রূপসী বোম্বেটে - দীনেন্দ্রকুমার রায়.pdf/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
রূপসী বোম্বেটে
১৭

(৪)

 সাল্‌ভেরিটা আমেরিকার একটি ক্ষুদ্র রাজ্য, স্পেনের উপনিবেশ। মার্কিন যুক্তরাজ্যের ন্যায় এই রাজ্যেও সাধারণতন্ত্র, শাসন-প্রথা প্রচলিত ছিল। অনেক দিন ধরিয়া অশান্তি ও প্রজা-বিপ্লবের পর এখানে সাধারণ-তন্ত্র প্রতিষ্ঠিত হইয়াছিল।—আমরা যে সময়ের কথা বলিতেছি সেই সময় এই শিশু সাধারণ-তন্ত্রের বয়স পাঁচ বৎসর মাত্র।

 জেমস্‌ পিয়ারসন নামক একজন বৈদেশিক পাঁচ বৎসর পূর্ব্বে এই রাজ্যে উপস্থিত হইয়া ব্যবসায়-বাণিজে প্রবৃত্ত হন। জেমস্‌ পিয়ারসন বহু অর্থ লইয়া এদেশে আসিয়াছিলেন, তাহার অর্থ-বল ও বুদ্ধি-বল অসাধারণ ছিল; অর্থ-বলে অল্পদিনেই তিনি ব্যবসায় বাণিজ্যের যথেষ্ট উন্নতি করিয়াছিলেন, বুদ্ধিবলে তিনি প্রজা সভায় অখণ্ড প্রভুত্ব। ও প্রতিপত্তি লাভে সমর্থ হইয়াছিলেন। তিনি যখন এই রাজ্যে পদার্পণ করেন,তখন অশান্তি ও প্রজাবিপ্লবে অধিবাসীগণের ধন-প্রাণ বিপন্ন হইয়া উঠিয়াছিল; প্রজা সাধারণের সহিত ভূস্বামীগণের নিত্য বিবাদবিসম্বাদ চলিতেছিল। বুদ্ধিমান পিয়ারসন রাজনৈতিক প্রাধান্য লাভের জন্য ভুস্বামীগণের দলে যোগদান করিলেন, এবং ছয় মাসের অবিশ্রান্ত। চেষ্টার রাজ্যে শান্তি স্থাপন পূর্ব্বক ভূস্বামীগণের মুখপাত্র হইয়া উঠিলেন। বিদেশী পিয়ারসনের খ্যাত-প্রতিপত্তিতে এই ক্ষুদ্র রাজ্য পরিপূর্ণ হইয়া উঠিল। অবশেষে তিনি সালভেরিটা সাধারণ-তন্ত্রের মুকুটহীন রাজা হইয়া উঠিলেন। জনসাধারণ ও ভূস্বামীগণ সকলেই নতশিরে তাহার নেতৃত্ব স্বীকার করিলেন।

 জেমস্ পিয়ারসন কোন্ দেশ হইতে সাল্‌ভেরিটা রাজ্যে পদার্পণ করিয়াছিলেনতাহা কেহ জানিত না; এবং যখন তিনি উক্ত সাধা।