পাতা:রূপসী বোম্বেটে - দীনেন্দ্রকুমার রায়.pdf/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

তৃতীয় পরিচ্ছেদ


সিনর মেন্‌ডোজা প্রস্থান করিলে স্মিথ প্রভুর নিকট আসিয়া সাগ্রহে জিজ্ঞাসা করিল, “আপনি কি স্থির করিয়াছেন?

 মিঃ ব্লেক বলিলেন, “এখন পর্যন্ত আমি কিছুই স্থির করিতে পারি নাই; তবে এইমাত্র বুঝিতে পারিয়াছি যে, প্রেসিডেণ্ট পিয়ারসন স্বেচ্ছায় অদৃশ্য হন নাই; কিন্তু তাঁহার নিরুদ্দেশের কারণ অনুমান করা সহজ নহে। ব্যাপার যেরূপ জটিল, তাহাতে আমি যে সহজে কৃতকার্য্য হইব, তাহার সম্ভাবনা অতি অল্প।”

 মিঃ ব্লেক কথা কহিতে কহিতে বাতায়ন-পাশ্বে দণ্ডায়মান হইলেন, কিন্তু বাহিরের দিকে চাহিয়াই মাথা টানিয়া লইলেন। তিনি দেখিলেন, একটি লোক পথে দাঁড়াইয়া লুব্ধ মার্জ্জারের মত তাঁহার জানালার দিকে চাহিয়া রহিয়াছে। তিনি আড়ালে দাঁড়াইয়া সাবধানে পুনর্ব্বার পথের দিকে চাইলেন। তাহারপর হঠাৎ মুখ ফিরাইয়া স্মিথকে বলিলেন, “স্মিথ,একজন লোক পথের অন্য পাশে দাঁড়াইয়া এই দিকে চাহিয়াছিল, আমাকে দেখিবামাত্র সে মুখ ফিরাইয়া লইল; আমার অনুমান, এই ব্যক্তি সিনর মেন্‌ডোজার অনুসরণে এখানে আসিয়াছে। বিনা উদ্দেশ্যে সে যে তাঁহার অনুসরণ করিয়াছিল, এরূপ বোধ হয় না। আমি এখনই বাহিরে যাইব; অন্য দিকে না গিয়া অক্সফোর্ড স্ট্রীটের দিকে চলিব। তুমি দুই চারি মিনিট বিলম্ব করিয়া অক্সফোর্ড স্ট্রীটের দিকে যাইবে; যদি দেখিতে পাও কেহ আমার অনুসরণ করিতেছে, তবে তাহার গতি-বিধির দিকে লক্ষ্য রাখিবে। সে যে দিকে যাইবে, তুমিও সেই দিকে যাইবে।”