পাতা:রূপসী বোম্বেটে - দীনেন্দ্রকুমার রায়.pdf/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তৃতীয় পরিচ্ছেদ
৬৭

 মিঃ ব্লেক অতঃপর তাঁহার অট্টালিকা হইতে বাহির হইয়া সদর দরজায় দাঁড়াইয়া একটি চুরুট ধরাইলেন, তাহার পর পথে আসিয়া এক খানি ভাড়াটে গাড়ীতে উঠিলেন; গাড়ী অক্সফোর্ড স্ট্রীটের দিকে চলিল।

 মিঃ ব্লেকের অনুসরণকারী মুহূর্ত্তমাত্র বিলম্ব না করিয়া আর এক খানি গাড়ীতে উঠিয়া তাঁহার অনুসরণ করিল।

 মিঃ ব্লেকের গাড়ী অক্সফোর্ড স্ট্রীটের ভিতর দিয়া একটা বাজারে উপস্থিত হইলে তিনি গাড়ী থামাইলেন, এবং গাড়ী হইতে নামিয়া কোচম্যানকে নির্দিষ্ট ভাড়া দিলেন; তাহাকে বলিলেন, “তুমি এখন তাড়াতাড়ী গাড়ী লইয়া চলিয়া যাইও না; দশ মিনিট এখানে অপেক্ষা কর—তাহার পর যেখানে খুসী যাইও।”।

 কোচম্যান তাঁহার প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করিল; সেই সময় তিনি পশ্চাতে চাহিয়া দেখিলেন, তাঁহার অনুসরণকারীর গাড়ীও তাঁহার গাড়ীর পশ্চাতে আসিয়া থামিল।

 মিঃ ব্লেক একটি দোকান-ঘরের ভিতর দিয়া তাহার পশ্চাদ্বর্ত্তী দ্বারে উপস্থিত হইলেন; সম্মুখেই পথ, তিনি সেই পথে নামিয়া আর একথানি গাড়ীতে উঠিয়া পড়িলেন; গাড়ী তাঁহাকে লইয়া কক্সপুর স্ট্রীটের দিকে চলিল। তিনি গাড়ী হইতে, মুখ বাড়াইয়া অন্য কোনও গাড়ী দেখিতে পাইলেন না, বুঝিলেন তাহার অনুসরণকারী তাহার ফন্দী বুঝিতে না পারিয়া ধাঁধায় পড়িয়াছে।

 মিঃ ব্লেক সিয়া বলিলেন, “স্মিথ নিশ্চয়ই লোকটার উপর নজর রাখিবে। তবে লোকটা চালাক হইলে সে যে স্মিথের মতলব ঠাহর করিতে পারিবে না এমন বোধ হয় না।”

 মিঃ ব্লেক কিছু দূর গমন করিয়া গাড়ী হইতে নামিলেন, নিকটেই