পাতা:রূপসী বোম্বেটে - দীনেন্দ্রকুমার রায়.pdf/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮০
রূপসী বোম্বেটে

পরিচয় হইল। জাহাজের কাপ্তেন ও অধ্যক্ষের ন্যায় মিঃ ম্যাকেও অতি ভদ্রলোক; তাঁহার খেলার বাতিক অত্যন্ত অধিক। জাহাজে মিঃ ব্লকের সময় মহানন্দে কাটিতে লাগিল।

 দ্বিতীয় দিন রাত্রে আকাশ মেঘাচ্ছন্ন কইল, তাহার পর ঝুপ্‌ ঝুপ্‌ শব্দে বৃষ্টি আরম্ভ হইল; মিঃ ব্লেক তখন জাহাজের সুসজ্জিত সেলুনে বসিয়া ব্রিজ খেলা করিতেছিলেন; ইঞ্জিনিয়ার ম্যাকে খেলায় তাঁহার সহযোগিতা করিতেছিলেন। মিঃ ব্লেক খেলায় এরূপ তন্ময় হইয়াছিলেন যে, তিনি স্থান কাল বিস্মৃত হইয়াছিলেন; বাহিরের দুর্যোগের দিকে তাঁহার লক্ষ্য ছিল না।

 যদি তিনি বুঝিতে পারিন,ঠিক সেই সময়—সেই ভীষণ ঝড় বৃষ্টির মধ্যে তাহার প্রিয় অনুচর স্মিথ অন্য একখানি জাহাজ হইতে আততায়ী কর্তৃক সমুদ্রগর্ভে নিক্ষিপ্ত হইয়াছে, এবং জীবনের আশা পরিত্যাগ করিয়া সমুদ্র-তরঙ্গে একবার ডুবিতেছে, আবার ভাসিয়া উঠিতেছে; তা হইলে তাঁহার মনের ভাব কিরূপ হইত, অনুমান করা কঠিন। কিন্তু মিঃ ব্লেক তাহার বিপদের কথা কিছুই জানিতে পারিলেন না।

 চারি জনে খেলা চলিতেছিল; টাইগার মিঃ ব্লেকের পদপ্রান্তে টেবিলের নীচে কুণ্ডলী পাকাইয়া নিদ্রা যাইতেছিল। হঠাৎ টাইগার টেবিলের তল হইতে বাহিরে আসিল, এবং সমুদ্রের দিকে চাহিয়া কাতর ভাবে আর্ত্তনাদ করিতে লাগিল।

 মিঃ ব্লেক খেলা বন্ধ করিয়া ইঞ্জিনিয়ার মুখের দিকে চাহিলেন, বলিলেন, “ব্যাপার কি বুঝিতে পারিতেছি না, আমার কুকুর ত অকারণে এ ভাবে আর্ত্তনাদ করে না!”।

 ইঞ্জিনিয়ার বলিলেন, “আমার বোধ হয় কোনও লোক এই