পাতা:রূপসী বোম্বেটে - দীনেন্দ্রকুমার রায়.pdf/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১৬
রূপসী বোম্বেটে

করিল? জটিল রহস্য বটে! কিন্তু আমাকে এ রহস্য ভেদ করিতে হইবে।”

 মিঃ ব্লেক হোটেল পরিত্যাগ করিবার পূর্ব্বে লণ্ডনে সিনর মেন্‌ডোজার নিকট একখানি পত্র পাঠাইলেন; পত্রের উপর তাহার অনুচর প্যাট্রিক স্মিথের নাম। পত্রখানি তিনি পুরু লেফাপায় পুরিয়া উত্তম রূপে গালা-মোহর করিয়া ডাকে দিলেন।

 পত্রখানি ডাকের বাক্সে ফেলিয়া মিঃ ব্লেক অস্ফুট স্বরে বলিলেন, “হয় ত পত্র লেখা বৃথা হইল; কোনও চলন্ত জাহাজের কাপ্তেন কি স্মিথকে সমুদ্র-গর্ভ হইতে উদ্ধার করিয়াছে? যদি সে এই বিপদ হইতে উদ্ধার লাভ করিয়া থাকে, তাহা হইলে নিশ্চয়ই লণ্ডনে ফিরিয়া গিয়া সিনর মেন্‌ডোজার সহিত সাক্ষাৎ করিবে। তখন পত্রখানি তাহার হস্তগত হওয়াই সম্ভব।”

 মিঃ ব্লেক বিষন্ন বদনে কর্সেয়ার জাহাজে পদার্পণ করিলেন। জাহাজের কাপ্তেন পেণ্টল্যাণ্ড জাহাজ চালাইবার জন্য প্রস্তুত হইয়া বসিয়াছিলেন; মিঃ ব্লেকের আদেশে জাহাজ দক্ষিণাভিমুখে চলিল। -এবার মিঃ ব্লেকের লক্ষ্য ফিজি দ্বীপ।