পাতা:রূপসী বোম্বেটে - দীনেন্দ্রকুমার রায়.pdf/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২৬
রূপসী বোম্বেটে

ছিলেন; তিনি কি ভাবে শক্র কর্তৃক আহত হইয়াছিলেন, সে কথাও ছিল। উপসংহারে তিনি জানাইয়াছিলেন, তিনি ফ্লোর-ডি-লিজ্‌ জাহাজের সন্ধানে যাত্রা করিলেন। তিনি ভাল্‌পারেসোতে একবার নামিয়া সেই জাহাজের সন্ধান লইবেন; তাহার পর সুভা পর্য্যন্ত যাইবেন।—স্মিথ সুভায় তাঁহার নিকট টেলিগ্রাম করিয়া যেন সৈয়দ বন্দরে গিয়া তাঁহার সংবাদের প্রতীক্ষা করে।

 স্মিথ পত্রখানি সিনর মেন্‌ডোজাকে শুনাইয়া তাহা পকেটে ফেলিল, তাহার পর তাঁহাকে বলিল, “মিঃ ব্লেক মনে করিয়াছেন, আমি সমুদ্রে ডুবিয়া মরিয়াছি; কিন্তু যদি কোন উপায়ে আমার প্রাণরক্ষা হয়, তাহা হইলে আমি লণ্ডনে ফিরিয়া আসিব তাহা-তিনি বুঝিয়াছিলেন; তাই অতঃপর আমার কি কর্ত্তব্য, তৎসম্বন্ধে উপদেশ দিয়াছেন। আজ রাত্রেই আমি সৈয়দ বন্দরে যাত্রা করিব।”

 সিনর মেন্‌ডোজা বলিলেন, “মিঃ ব্লেক অদ্ভুত মানুষ! এত অল্প সময়ের মধ্যে তিনি যে এই গুপ্ত রহস্যের সূত্র আবিস্কার করিতে পারিবেন, ইহা কল্পনা করি নাই। যাহা হউক, আমি তোমাকে একখানি পত্র দেখাইব, স্মরণ রাখিও—ইহা অতি গোপনীয় পত্র।”।

 সিনর মেন্‌ডোজা উঠিয়া ডেক্সের ভিতর হইতে একখানি পত্র বাহির করিলেন, এবং তাহা স্মিথের হাতে দিয়া বলিলেন, “পড়িয়া দেখ।” .

 আমেলিয়া কার্টার প্রেসিডেণ্ট পিয়ারসনের সহিত সাক্ষাতের পর সিনর মেন্‌ডোজা কন্যাকে যে পত্র লিখিয়াছিলেন,—ইহা সেই পত্র। পত্র পানি পাঠ করিয়া স্মিথের বিস্ময়ের সীমা রহিল না।

 পত্রপাঠ শেষ হইলে স্মিথ বলিল, “অদ্ভুত বটে! এই পত্র আপনি কত দিন ঘূর্ব্বে পাইয়াছেন?”

 সিনর মেন্‌ডোজা বলিলেন, “কাল পাইয়াছি। এই পত্র পাইয়াই