উইকিসংকলন:রবিমাস প্রতিযোগিতা ১৪২৬/পুরস্কার

উইকিসংকলন থেকে

রবিমাস মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা ১৪২৬
২৫শে বৈশাখ, ১৪২৬ - ২২শে শ্রাবণ, ১৪২৬

সম্ভাব্য পুরস্কার

প্রথম পুরষ্কার
  • প্রথম - INR ৮০০০/- মূল্যের উপহার ভাউচার, ১ টি টি-শার্ট, ১টি উইকিসংকলন ব্যাজ, ১টি মেমেন্টো, ১টি ব্যাগ (ভারতীয় হলে), ১টি সার্টিফিকেট (বাংলাদেশী হলে)
  • দ্বিতীয় - INR ৬০০০/- মূল্যের উপহার ভাউচার, ১ টি টি-শার্ট, ১টি উইকিসংকলন ব্যাজ, ১টি মেমেন্টো, ১টি ব্যাগ (ভারতীয় হলে), ১টি সার্টিফিকেট (বাংলাদেশী হলে)
  • তৃতীয় - INR ৪০০০/- মূল্যের উপহার ভাউচার, ১ টি টি-শার্ট, ১টি উইকিসংকলন ব্যাজ, ১টি মেমেন্টো, ১টি সার্টিফিকেট (বাংলাদেশী হলে)
  • চতুর্থ হতে পঞ্চম - INR ২০০০/- মূল্যের উপহার ভাউচার, ১ টি টি-শার্ট, ১টি উইকিসংকলন ব্যাজ, ১টি সার্টিফিকেট (বাংলাদেশী হলে)
  • ষষ্ঠ হতে দশম - ১ টি টি-শার্ট, ১টি উইকিসংকলন ব্যাজ, ১টি সার্টিফিকেট (বাংলাদেশী হলে)
উইকিপদক


পুরস্কার প্রদানের পদ্ধতি

প্রতিযোগিতার শেষে প্রথম পাঁচ জন বিজয়ীর নিকট তাঁদের ঠিকানা সংগ্রহ করা হবে এবং সেই সকল তথ্য সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটিউইকিমিডিয়া বাংলাদেশের নিকট পাঠিয়ে দেওয়া হবে। এই দুই সংগঠন প্রতিযোগীদের পুরস্কার পাঠানোর দায়িত্ব নেবে। এই বিষয়ে যে কোন সমস্যা বা অভিযোগ থাকলে প্রতিযোগীদের সরাসরি এই দুই সংগঠনে যোগাযোগ করতে অনুরোধ করা হবে। উইকিসংকলন সম্প্রদায় তথা পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল পুরস্কার পাঠানোর দায়িত্ব নেবে না।

বিবরণ
বিবরণ
নিয়মাবলী
নিয়মাবলী
বইয়ের তালিকা
বইয়ের তালিকা
অংশগ্রহণকারী
অংশগ্রহণকারী
পুরস্কার
পুরস্কার
সাহায্য কেন্দ্র
আলোচনা
প্রগতি
প্রগতি
ফলাফল
ফলাফল