গীতিমাল্য/৬২

উইকিসংকলন থেকে
৬২

মিথ্যা আমি কী সন্ধানে
যাব কাহার দ্বার।
পথ আমারে পথ দেখাবে,
এই জেনেছি সার।
শুধাতে যাই যারি কাছে,
কথার কি তার অন্ত আছে।
যতই শুনি চক্ষে ততই
লাগায় অন্ধকার॥

পথের ধারে ছায়াতরু
নাই তো তাদের কথা,
শুধু তাদের ফুল-ফোটানাে
মধুর ব্যাকুলতা।
দিনের আলাে হলে সারা
অন্ধকারে সন্ধ্যাতারা
শুধু প্রদীপ তুলে ধরে,
কয় না কিছু আর॥

১৫ ফাল্গুন ১৩২০

সন্ধ্যা। কলিকাতায় যাত্রার পূর্বে

শিলাইদহ