তীর্থরেণু/সুল্‌তানের প্রেম

উইকিসংকলন থেকে

সুল্‌তানের প্রেম

ছিন্ন কলিজা পলিতা হ'য়েছে,
হাসির আগুন লাগায়ে দাও,
বিধাতার বরে আলো হ'বে ঘর
মোর দীপখানি জাগায়ে দাও!
আঁখি জলে মোর হয়েছে সাগর,
এ তো দু’দিনের বন্যা নহে,
কত ঝ'রে গেছে কতই ঝরিছে
কেবা নির্ণয় করিয়া কহে?
স্নান সন্ধ্যার অরুণ শিঙার,—
সে আমারি রাঙা চোখের ছায়া,

আঁধার গগনে তাই তো লেগেছে
পদ্মরাগের রঙীন্ মায়া।
তুমি সুষমার কাব্য মহান,—
গোলাপ তো তার একটি পাতা;
তব কপোলের মৃদু-লোম-লেখা
ফাশী আখরে লিখেছে গাথা!
আমি বলেছিনু “জুম্ সুলতান্
তোমার চুমার একটি মাগে”
মনে পড়ে? তুমি হেসে বলেছিলে,
“দাবী আছে বটে বিধির আগে।”

জুম সুলতান।