তীর্থরেণু/বসন্তে অশ্রু

উইকিসংকলন থেকে
বসন্তে অশ্রু

নব বসন্ত ডাক দিয়ে গেছে।
দুয়ারে দুয়ারে, হায়,
নব বধূ তাই এসে দাঁড়ায়েছে
আধ খোলা জানালায়।
জরিতে জড়িত নীল রেশমের
বসনে ঢেকেছে কায়া,
ললাটে এখনো চিহ্ন পড়েনি
নয়নে পড়েনি ছায়া;

সহসা বাতাস বয়ে নিয়ে এল।
উতলা ফুলের বাস,
সহসা তাহার মন উথলিয়া
পড়িল গো নিশ্বাস!
রণচণ্ডীরে যে ধন সঁপেছে,—
যা’ দিয়েছে কীর্ত্তিরে,—
তাহারি লাগিয়া বিহ্বল হিয়া,—
নয়ন ভরিছে নীরে।

ওয়াং-চাং-লিং।