গীতবিতান/প্রেম/১০৪

উইকিসংকলন থেকে

১০৪

চৈত্রপবনে মম চিত্তবনে  বাণীমঞ্জরী সঙ্কলিতা
ওগো ললিতা।
যদি বিজনে দিন বহে যায়  খর তপনে ঝরে পড়ে হায়
অনাদরে হবে ধূলিদলিতা
ওগাে ললিতা।
তােমার লাগিয়া আছি পথ চাহি—  বুঝি বেলা আর নাহি নাহি।
বনছায়াতে তারে দেখা দাও,  করুণ হাতে তুলে নিয়ে যাও—
কণ্ঠহারে করো সঙ্কলিতা
ওগাে ললিতা।