গীতবিতান/প্রেম/১০৯

উইকিসংকলন থেকে

১০৯

গােধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা।
আমার যা কথা ছিল হয়ে গেল সারা॥
হয়তাে সে তুমি শােন নাই, সহজে বিদায় দিলে তাই—
আকাশ মুখর ছিল যে তখন, ঝরােঝরাে বারিধারা॥
চেয়েছিনুু যবে মুখে তোলাে নাই আঁখি,
আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি।
আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে—
জনমের মতাে হায় হয়ে গেল হারা॥