গীতবিতান/প্রেম/১৩৪

উইকিসংকলন থেকে

১৩৪

আমার দোসর যে জন ওগাে তারে কে জানে।
একতারা তার দেয় কি সাড়া আমার গানে কে জানে।
আমার নদীর যে ঢেউ ওগাে জানে কি কেউ
যায় বহে যায় কাহার পানে। কে জানে॥
যখন বকুল ঝ’রে
আমার কাননতল যায় গাে ভ’রে
তখন কে আসে-যায় সেই বনছায়ায়,
কে সাজি তার ভরে আনে। কে জানে॥