গীতবিতান/প্রেম/২৬৩

উইকিসংকলন থেকে

২৬৩

ফিরে ফিরে ডাক্ দেখি রে পরান খুলে,  ডাক্ ডাক্ ডাক্ ফিরে ফিরে।
দেখব কেমন রয় সে ভুলে।
সে ডাক বেড়াক বনে বনে,  সে ডাক শুধাক জনে জনে,
সে ডাক বুকে দুঃখে সুখে  ফিরুক দুলে।
সাঁজ-সকালে রাত্রিবেলায়  ক্ষণে ক্ষণে
একলা বসে ডাক্ দেখি তায়  মনে মনে।
নয়ন তোরই ডাকুক তারে, শ্রবণ রহুক পথের ধারে,
থাক্-না সে ডাক গলায় গাঁথা  মালার ফুলে।