গীতবিতান/প্রেম/৩০৮

উইকিসংকলন থেকে

৩০৮

যে দিন  সকল মুকুল গেল ঝরে
আমায়  ডাকলে কেন গো, এমন করে।
যেতে হবে যে পথ বেয়ে  শুকনো পাতা আছে ছেয়ে,
হাতে আমার শূন্য ডালা কী ফুল দিয়ে দেবো ভরে।
গানহারা মোর হৃদয়তলে
তোমার  ব্যাকুল বাঁশি কী যে বলে।
নেই আয়োজন, নেই মম ধন,  নেই আভরণ, নেই আবরণ—
রিক্ত বাহু এই তো আমার বাঁধবে তোমায় বাহুডোরে।