পাতা:নব্য রাসায়নী বিদ্যা ও তাহার উৎপত্তি - প্রফুল্লচন্দ্র রায়.pdf/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৫১
নব্য রাসায়নী বিদ্যা ও তাহার উৎপত্তি
৫১

ও তাহার উৎপত্তি। মুসলমানের পক্ষে মক্কাধামে কাবা যেরূপ, রাসায়নিকের পক্ষে এই স্থানটী তজপ। ডেবী ও ফারাডের প্রতিজ্ঞা ও কাৰ্যপরম্পরা দ্বারা পবিত্ৰীকৃত এই গৃহে আসিয়া যে বিদ্যার্থীর উৎসাহ বাড়িবে না, বা অনুরাগ প্রগাঢ়তর হইবে না, তিনি কাহারও ঈর্ষার পাত্র হইতে পারেন না। আপনার পাঠকপাঠিকাবর্গের অবগতির জন্য এই রয়াল ইনষ্টিটিউ- শনের উৎপত্তির বিষয় কিছু বলা যাইতেছে। ইহা অদৌ গৰিবলোক- দের উপকারের জন্য স্থাপিত হয়। অষ্টাদশ শতাব্দীর শেষে কাউন্ট মফোর্ড ইহা স্থাপন করেন। তিনি ১৭৯৯ সালের প্রথমাংশে একটা পুস্তিকা প্রকাশ করেন। ইহার নাম—“Proposails for forming by subscription in the metropolis of the British Empire a Public Institution for diffusing the knowledge and facilitating the general introduction of uselul mechanical inventions and improvements, and for teaching, by cour- sr-s of philosophical lectures and experiments, the appli- cation of science to the common purposes of life." IT হইতে দেখা যাইতেছে যে, অর্থকর শিল্প ও বিজ্ঞানের পরস্পর ঘনিষ্ঠ -যােগসাধন, বৈজ্ঞানিক ও শিল্পীদের সহযােগিতায় কৃষি, শিল্প, বাণিজ্যাদির উন্নতিসাধন এবং জনসাধারণের সুখ-স্বাচ্ছন্দ্য-বৃদ্ধি রম্ ফোর্ডের উদ্দেশ্য ছিল। প্রস্তাবিকাতে সভাব দুটা প্রধান উদ্দেশ্য এইরূপে বর্ণিত আছে—“the speedy and general diffusion of the knowledge of all new and useful improvements, and teaching the application of scientific discoveries to the improvement of arts and manufactures in this country and to the increase of domestic comfort and conven- ience."