পাতা:বুয়র ইতিহাস - প্রিয়নাথ মুখোপাধ্যায়.pdf/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করার সময় সমস্যা ছিল।
৭৪
বুয়র স্বাধীনতা।

মনে করিলেন, এই স্থানটী, উত্তম বাসোপযোগী; বিশেষতঃ, ডেলাগোয়া (Delagoa) উপসাগর দিয়া, সমুদ্রপথে সকল স্থানেই যাতায়াত চলিতে পারিবে।

 যে স্থানে তিনি দলস্থিত অবশিষ্ট লোকদিগকে রাখিয়া গিয়াছিলেন, কিছু দিবস পরে সেইস্থানে প্রত্যাগমনপূর্বক দেখিলেন, যে, তাঁহাদিগের মধ্যে অনেকেই, অল্প দিবস হইল, মসলেকাট্‌সির (Moselekatse) অনুচরবর্গের দ্বারা হত হইয়াছেন। এই ব্যক্তি মাটাবেলা (Matabela) জাতীয় সৈন্যগণের একজন দলপতি।

 এই অবস্থা দেখিয়া, বুয়র দলপতি পট্‌জিটার অতিশয় দুঃখিত হইলেন, ও একটী সুদৃঢ় পাহাড়ের উপর আপনাদিগের বাসস্থান স্থাপিত করিলেন। যে স্থানে তাঁহারা বাস করিতে লাগিলেন, তাহার চতুর্দ্দিকে ৫০ পঞ্চাশ খানি শকট ও কতক গুলি কাষ্ঠ দিয়া, একটী দুর্গবিশেষ নির্মাণ করিয়া লইলেন। উহার ভিতর প্রবেশ করিবার কেবল একটীমাত্র দ্বার রহিল।