পাতা:নেতাজীর জীবনী ও বাণী - নৃপেন্দ্রনাথ সিংহ.pdf/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬০
সুভাষচন্দ্রের জীবনী ও বাণী

ফুলপ্যাণ্ট আর খাকি সার্ট, মাথায় ফেটিল টুপি।...“ঝাঁসীর রাণী বাহিনী” যুদ্ধ করে ইম্ফলের সমতল ক্ষেত্রে আর আসামের বনে বনে। নারীসেনাদল মৌলমেনের নিকট প্রায় ১৬ ঘণ্টা মিত্রপক্ষের সৈন্যগণের সহিত যুদ্ধ করে ও আহত হয়। মিত্রবাহিনী ভারী কামান এবং অন্যান্য অস্ত্রশস্ত্র দ্বারা যুদ্ধ করে কিন্তু নারীবাহিনী রাইফেল ও বুলেট দ্বারা যুদ্ধ চালায় এবং মিত্র বাহিনীর গতি রােধ করে। মাতৃভূমির কোলে এসে তারা দাঁড়াল কিন্তু ভাগ্য বিপর্যয়ে সেখানে দাঁড়িয়ে থাকা তাদের চলল না—হট‍্তে হ’ল। তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেল; বিদেশী শক্তির সাথে যুদ্ধে নিতে হল পরাজয় বরণ করে। কিন্তু সত্যই কি তারা পরাজিত? যে দুঃখ লাঞ্ছনা তারা বরণ করেছে তার কোনও মূল্যই কি তারা পাবে না? ভারতের ঘরে ঘরে তাদের স্মৃতি চিরদিনের জন্য আঁকা হয়ে থাকবে।