পাতা:ধম্মপদ - সতীশচন্দ্র মিত্র.pdf/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০
ধম্মপদ।

দ্বিতীয় সর্গ—অপ্রমাদ বর্গ।

অপ্রমাদ অমৃতের আকর সমান [১]
প্রমাদে মৃত্যুর পথ করে উদ্ঘাটন;
অপ্রমত্ত মানবের নাহিক মরণ
মৃতপ্রায় প্রমত্তের বিফল জীবন॥ ১॥ ২১॥
এই সত্য জানি গত প্রমাদ যাহার,
নির্ব্বাণ মার্গেতে যিনি করেন বিহার,


  1. পণ্ডিতগণ অপ্রমাদ শব্দের নানাপ্রকার ব্যাখ্যা করিয়াছেন। একাগ্রতা বা ধ্যান (মোক্ষমূলর), মনোযোগিতা (চাইলডার্স), সতর্কতা (ফজ বোল) এবং ধর্ম্ম (গগার্লি) প্রভৃত বিভিন্ন অর্থ প্রদত্ত হইয়াছে। প্রকৃত পক্ষে প্রমাদ বা প্রমত্ততাই মানুষের যাবতীয় উন্নতির অন্তরায়। যিনি সংসারের তুচ্ছ বিষয়ে আসক্ত বা প্রমত্ত নন, তাহার জন্য নির্ব্বাণ বা মুক্তিপথ পরিষ্কৃত হয়। এইশ্লোকে বুদ্ধঘোষ অমৃতশব্দ নির্ব্বাণ অর্থে গ্রহণ করিয়াছেন।

     কথিত আছে যখন মহারাজ অশোকের সহিত বিখ্যাত শ্রমণ