পাতা:ধম্মপদ - সতীশচন্দ্র মিত্র.pdf/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পণ্ডিতবর্গ।
২৭

ষষ্ঠ সর্গ।—পণ্ডিতবর্গ।

গুপ্তধন-প্রদর্শক জনের মতন
সত্যধর্ম্ম প্রদর্শন করেন যেজন,
বর্জ্জনীয় কার্য্য যিনি দেন দেখাইয়া,
ভর্ৎসনা করেন যিনি কুকর্ম্ম দেখিয়া,
এ হেন মেধাবী জনে দেখিবে যখন
তাহাকে পণ্ডিত জ্ঞানে করিবে ভজন;
তাঁহার পদাঙ্ক ধরি অগ্রসর হ’বে,
অনর্থের নাহি ভয়, মঙ্গল হইবে॥ ১।৭৬॥
করিবেন তিরস্কার পণ্ডিত যেজন
কুকাজে নিবৃত্ত করি করিয়া শাসন;
সজ্জনেরা প্রিয় বলি, তাহাকে ধরিবে
অসাধু অপ্রিয় বলি’ তাহাকে বুঝিবে॥ ২॥
পাতকী পুরুষাধম সহিত কখন
ক’রোনা সংসারে কেহ মিত্রতা স্থাপন;