পাতা:ধম্মপদ - সতীশচন্দ্র মিত্র.pdf/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৪
ধম্মপদ।

অল্পমাত্র ধর্ম্ম কথা করিয়া শ্রবণ
সই মত কার্য্য যিনি করেন সাধন,
ধর্ম্মের পালক ভবে তিনিই নিশ্চয়
তাহার ধর্ম্মেতে কভু প্রমাদ না হয়॥৪॥
মস্তক পলিত কেশে যা’র সমাবৃত
তিনিই স্থবির[১] বলি না হন কথিত।
বয়স হ’য়েছে বটে পরিপক্ক তা’র
তাই তিনি “বৃথা বৃদ্ধ” বলিয়া প্রচার॥৫॥২৬০॥
আছে সত্য, দম, ধর্ম্ম, অহিংসা যাহার
নির্ম্মল সে ধীর জন স্থবিরে প্রচার॥৬॥
মাৎসর্য্য শঠতা ঈর্ষা পূর্ণ যেইজন
বাক্যে কিম্বা রূপে সাধু সে নহে কখন॥৭॥
এ সকল সমুচ্ছিন্ন যাহার সমূলে,
নির্দ্দোষ সে মেধাবীকে ‘সাধু’ সবে বলে॥৮॥


  1. বৌদ্ধভিক্ষুর অন্য নাম স্থবির।