পাতা:ধম্মপদ - সতীশচন্দ্র মিত্র.pdf/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ধর্ম্মস্থবর্গ।
৮৫

মিথ্যাবাদী, ব্রতহীন হয় যেইজন
মস্তক মুণ্ডন করি না হয় শ্রমণ;
লোভ বা কামনা যা’র হয় নাই গত,
কিরূপে শ্রমণবলি’ হ’বে সে কথিত!॥৯॥
ছোট বড় পাপ যত করে যে বর্জ্জন
পাপের শমতা হেতু সে হয় শ্রমণ॥১০॥
পরদ্বারে ভিক্ষা করি ভিক্ষু নাহি হয়
ভক্ষু সে, সমগ্রধর্ম্মে যাহার আশ্রয়॥১১॥
ইহলোকে পুণ্য পাপ করি অতিক্রম
ব্রহ্মচর্য্য ব্রত রত হয় সেইজন,
জ্ঞানের সন্ধানে সদা করি বিচরণ
ভিক্ষু নামে সেইজন সমাখ্যাত হন॥১২॥
অতিমৃুঢ় অবিদ্বান যেইজন হয়
মৌনী হ’লে লোকে তা’রে ‘মুনি’ নাহি কয়।
যে পণ্ডিত তুলাদণ্ড করিয়া ধারণ
পাপ ত্যজি সার যাহা করয়ে গ্রহণ,